পাইকারির পর এবার খুচরা বিদ্যুতের দাম দাম ৫৭ শতাংশ বাড়াতে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ।
এর আগে গত ৬ জুন পাইকারি দাম গড়ে ৫০ শতাংশ বাড়াতে প্রস্তাব দেওয়া হয়।
ওই প্রস্তাবের সময় বিদ্যুতের খুচরা দাম ৩০ শতাংশ বাড়ানোর প্রয়োজন হতে পারে উল্লেখ করা হলেও ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল।
এছাড়া অন্য চারটি বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ৫৫ শতাংশের বেশি দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
এছাড়া অন্য চারটি বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ৫৫ শতাংশের বেশি দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




