ফের ফিরে দেখা ফেলে আসে শৈশব
ওয়েস্ট বাস্কেটে মোচড়ানো কাগজের মত পড়ে থাকা স্মৃতি।
ভেবেছিলাম পাখি হব অথবা আকাশ, পাখির জন্য আকাশ;
সুবিশাল নীল!
অতপর আকাশ খুঁজিনি,
খোঁজা হয়নি পাখির হলদে ডানায়
ঝলমলো রৌদ।
আকাশের নীল সুবিশালতার সীমানে পেড়িয়ে হন্যে হয়নি।
একসময় শখ ছিলো ছোট্ট ডানার সবজে ঘাস ফড়িং, কাশবন
কুমড়ো ডগায় তিড়িং বিড়িং।
সবুজ খোঁজা হয়নি
ফড়িংয়ের সাথে তেপান্তর
দেখা হয়নি।
বড় হয়েছি আর শুধু বুড়ো হয়েছি।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৮