
আপনি আধুনিক চিন্তার মানুষ। আপনি জ্ঞান পিপাসু। আপনি জ্ঞান বিতরণকারী। আপনি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে মানুষ কে সঠিক পথে আনবেন।
কিন্তু আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদের সঠিক পথ একটাই!
ধর্ম বিশ্বাসীদের তাদের মত থাকতে দিন না। নিজ গোত্রের মাঝে জ্ঞান পৌছে দিন আগে, তারা যেন পথভ্রষ্ট না হয়। ধর্ম বিশ্বাসীরা আপনার গোত্রের অন্তর্ভুক্ত না।
তাই মসজিদ, ইমাম , খুতবা মাদ্রাসার ছাত্রদের পিছে না ঘুরে আপনার মত যারা আছে তাদের অনুসন্ধান করুন, জ্ঞান দান করুন আর গোত্রের অন্তর্ভুক্ত করুন। নিজ গোত্রে জ্ঞানের আলো পৌঁছে দেয়া সবচেয়ে উত্তর।
আল্লাহ আমাদের বুকে মোহর মেরে দিয়েছেন।
বাকির আশায় নগদ পাওনা আমরা এই ভুবনে ছেড়ে দিয়েছি!
সৎ পথে থেকে, গার্মেন্টসে চাকুরী করে, সঠিক দায়িত্ব পালন করে দেশে টাকা এনে দিচ্ছি। আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দেবেন । অবশ্যই দেবেন। কারণ আমরা ধর্ম বিশ্বাসী। এমন অগনিত ধর্ম বিশ্বাসীদের, আপনি কি জ্ঞান দান করবেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


