গত রাতে ব্রাজিলের খেলা দেখে আশাহত হয়েছি। ব্রাজিলের মত দলের কাছে এটা কাম্য ছিল না। এটা ঠিক আছে যে বেশ কিছু প্লেয়ার কে বসিয়ে রেখেছে। তারপরেও জেতা উচিত ছিল।
নেইমারের শূন্যতা বোঝা যাচ্ছে। ইনজুরি থেকে ফিরেও ভালো করতে পারবে না। পরের রাউন্ডে হয়তো কোরিয়ার সাথে জিতবে লড়াই করে। নেইমার অনিশ্চিত। হয়তো কোয়ার্টার ফাইনালে খেলতে পারে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হতে পারে ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়া অনেক গোছালো এবং শক্তিশালী দল। ব্রাজিল সম্ভবত ওই ম্যাচ হেরে যাবে।
আর্জেন্টিনার স্পিরিট দিন দিন বাড়ছে। শেষ ম্যাচটা মনে রাখার মত।
আজ অস্ট্রেলিয়ার সাথে আরামেই জিতবে। হতে পারে ২-০।
কোয়ার্টার ফাইনালে তাদের পরীক্ষা দিতে হতে পারে। ২-১ জিতে যাবে।
আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ফ্রান্সের সাথে। এইবার আর্জেন্টিনা জিতবে। মেসির হাতে কাপ উঠবে।
আমার Prediction সেটাই বলছে ...
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪