এর আগে কুয়াকাটা ট্যুরের কিছু ছবিসহ একটা পোস্ট করেছিলাম । তখন আরো কিছু ছবি পোস্ট করার ইচ্ছে ছিল । কিন্তু করা হয়নি। তাই আজকে আরো কিছু ছবি পোস্ট করছি। ভালমন্দ মতামত জানালে উপকৃত হব।
যাত্রাশুরু-১: সদরঘাট লঞ্চ টার্মিনাল।
যাত্রাশুরু-২: আমাদের লঞ্চ পারাবাত-১১।
লঞ্চের ডেকে আমাদের কয়েকজন।
লঞ্চে রাতের খাওয়া দাওয়া-১।
লঞ্চে রাতের খাওয়া দাওয়া-২।
লঞ্চের ডেকে রাতে নাচগান-১।
লঞ্চের ডেকে রাতে নাচগান-২।
লঞ্চ যাত্রা শেষে বরিশাল থেকে বাসে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা।
মাঝপথে ফেরি পারাপার। আমাদের বাস উঠছে ফেরিতে।
ফেরিতে আমাদের কয়েকজন।
ফেরিতে ঐতিহাসিক ভাষন।
ফেরিতে আমাদের কয়েকজন।
ফেরিতে ছবি তোলা।
ফেরিতে আরেকটি সুন্দর ছবি।
কুয়াকাটা পৌছে খাওয়া দাওয়া।
মিরন ভাইয়ের খাবারটা মনে হচ্ছে বেশি শক্ত।
কুয়াকাটা সমুদ্র সৈকত।
সৈকতে আমাদের কয়েকজন।
আমাদের মামুন ভাই।
সৈকতের অপরূপ দৃশ্য।
খোশ মেজাজে মিরন ভাই।
আমাদের সুজন ভাই।
বালুতীরে কাকড়ার পিছনে ছুটাছুটি।
ছবি তোলা হচ্ছে লাল কাকড়ার।
কার ডাব কে খায়?
কাপড় বুননের কাজ করছে দুজন রাখাইন মহিলা।
বৌদ্ধ মন্দিরে গৌতম বৌদ্ধের মূর্তি।
নৌকা নিয়ে ঘোরাফেরা।
শুটকি পল্লিতে মাসুদ ভাই।
শুটকি পল্লিতে মনির ভাই।
নিসর্গ।
বিশাল বেলাভূমিতে ভাড়া করে হোন্ডা চালানো।
ফুটবল টিম - ১।
ফুটবল টিম - ২।
ফুটবল খেলায় গোল হওয়ার দৃশ্য।
ফুটবল খেলা শেষে সাগরে গোসল। এ.........ই, সবাই এদিকে আসো ছবি তুলবো।
সমুদ্রস্নান।
জলকেলি খেলা।
সী-বার্ডে যাওয়ার জন্য নৌকায় উঠছে সবাই ।
সুন্দরববনে যাওয়ার জন্য সী-বার্ডের ভিতরে অপেক্ষমান সবাই।
আনন্দময় সী-বার্ড ভ্রমন।
সুন্দরবন যাওয়ার আনন্দে মাতোয়ারা সবাই।
দুই পাশে নয়নাভিরাম সুন্দরবন, মাঝখানে ছোট খালে আমাদের সী-বার্ড।
আনন্দে উচ্ছ্বসিত সবাই।
আহসান ভাই ঢিল ছুড়ছেন, মিরন ভাই আসছেন লাঠি নিয়ে।
সুজনে সুজনে কি মারামারি হয় ?
এটা কিন্তু আমাদের বাংলা ছবির শুটিং দৃশ্য।
আমাদের সুজন ভাই।
ঐ সাগরের বুকে ডুবে যাচ্ছে সূর্য্য।
আমাদের জালাল ভাই সূর্য্যটাকে ধরতে চাচ্ছেন।
ধরে ফেলেছেন মাসুদ ভাই।
সূর্য্যটাকে ধরে হাতের তালুতে রেখেছেন মাসুদ ভাই।
ম্যানোগ্রোভের শ্বাসমূল উঠানোর চেষ্টা।
আমাদের ফটোগ্রাফার রাফি ভাই।
একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও।
রাতে সমুদ্র সৈকতে ফায়ার ক্যাম্প।
ফায়ার ক্যাম্পে মশাল জ্বালানো।
ফায়ার ক্যাম্পে খাবার আয়োজন।
ফায়ার ক্যাম্পে কয়েকজনা।
ফায়ার ক্যাম্পে খাবার বিতরন।
মিরন ভাই এখানেও শক্ত খাবার , আরেকটু জোরে ।
ফায়ার ক্যাম্পে নাচগান-১।
ফায়ার ক্যাম্পে নাচগান-২।
ফায়ার ক্যাম্পে নাচগান-৩।
ফায়ার ক্যাম্পে নাচগান-৪।
সূর্য্যদয়ের অপরূপ দৃশ্য।
কুয়াকাটা এলে এভাবেই ধরা দেয় সূর্য্যদয় ও সূর্যাস্তের দৃশ্য।
ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এ ট্যুরে অনেক কিছু দেখা হল, করা হল। এবার ফেরার পালা । এই ট্যুরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ট্যুরে অংশ নিয়ে কার কেমন লাগলো জানাবেন নিশ্চয়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




