
সাধারনত প্রতিবারই পহেলা বৈশাখে রমনা পার্কে এবং টি এস সি তে বেড়াতে যাই। কিন্তু কোন বারই মঙ্গল শোভাযাত্রা দেখা হয়নি। দেখেছি শুধু টিভিতে। তখন খুব আফসোস হতো। তাই এবার আগেই ভেবে রেখেছিলাম খুব সকালে ঘুম থেকে উঠে মঙ্গল শোভাযাত্রা দেখতে যাব। আমার ধারনা ছিল এটা সকালের দিকে হয়। সকালে ঘুম থেকে উঠে তারাতারি করার চেষ্টা করলাম কিন্তু তারপর ও দেরি হয়ে গেল। রিক্সায় যেতে যেতে ভাবতেছিলাম পাবো কি পাবোনা । টি এস সি দিয়ে ঢুকতেই দেখি বিশাল লম্বা লাইন, জিজ্ঞেস করলাম কিসের লাইন? গ্রামীনফোন থেকে ফ্রি লুডু দেওয়া হচ্ছে। এতবড় লাইন দেখে আর দাড়ালাম না । চারুকলার ঐদিকে আগাতেই দেকি বিরাঠ এক হাতি। বুঝলাম মঙ্গল শোভাযাত্রা শেষে এটা এখানে এনে রাখা হয়েছে। মনটা কিছুটা খারাব হল। হাতির কয়কটা ছবি তুললাম। সবার কথা শুনে বুঝলাম শুরু হয়নি, এখন হবে। বা: বেশ। আপনাদের জন্য এখানে কিছু ছবি রাখলাম । দেখবেন কিন্তু।
কিছু মুখোশ।
পালকিতে নতুন বউ নিয়ে যাওয়া হচ্ছে।
আরো একটি সুন্দর মুখোশ।
এই লোকটির নাচ দেখলে আপনি ও মুগ্ধ হতেন।
ইনি কে আমি চিনিনা। আপনারা কি চেনেন কেউ?
ভয় পাবেন না।
আপনাকেও একটা মুখোশ দিবে বলছে।
চিনছেন তো?
আবারো ভয় পাবেন না।
না চিনলে ছোট কোন বাচ্চাকে জিজ্ঞেস করুন।
ঈশা খা ঘোড়ায় চড়ে যাচেছন ।
ঘোড়ার আগে পঙ্খীরাজ।
পঙ্কীরাজ নৌকা।
শান্তির প্রতীক পায়রা।
মহারাজ চলেছেন হাতির পিঠে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৩