বর্তমান কালে "Country Branding" আইডিয়া টা যথেষ্ট গুরুত্ব বহন করে বলে আমার অভিমত। অনেকের কাছেই "Country Branding" আইডিয়া টা পরিচিত আবার অনেকের কাছেই এই "Country Branding" আইডিয়া টা একদম ই অপরিচিত।
সে কারনেই আমি আপনাদের সাথে আমার কিছু ধারনা শেয়ার করতে চাই।
একবার ভাবুন, আপনাকে কেউ "Truly Asia" বল্লে আপনার কোন দেশ টির কথা মনে পড়বে? Yes !! Malaysia., The truly Asia.
এই গ্লোবালাইজেশনের যুগে অনেক দেশ ই চাচ্ছে একটা positive brand image দাড় করাতে। কেননা, যদি মানুষ এক টা দেশ কিংবা জাতি কে positive way তে দেখে তাহলে তারা আরো বেশি ঐ দেশ visit করবে, ঐ দেশ এ invest করবে এবং ঐ দেশ এর products কিনবে। মোট কথা একটা দেশ এর positive ভাবমূর্তী দাড় করানোর জন্য "Country Branding" এর কোন বিকল্প নেই।
এবার আসুন দেখি আমাদের আসেপাশের দেশ গুলো এ ক্ষেত্রে কি করছে।
ভারত সবসময়েই South Asia তে একটু advanced থাকে। "Country Branding" এর ক্ষেত্রেও ওরা একটুও পিছিএ নেই। ওদের "Incredible India" ব্র্যান্ড আজকে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।
মালয়েশিয়ার কথা তো বল্লাম ই।
এরকম থাইল্যান্ড, শ্রীলংকা, চায়না, সিরিয়া এবং আরো অনেক দেশ ই "Country Branding" এর প্রতি নজর দিচ্ছে।
সেই তুলনায় বাংলাদেশ এর পরিচিতি বাইরের দেশ গুলোতে কি? ঘুষ, দূর্নীতি, প্রাকৃতীক দূর্যোগ, অস্থীশিল রাজনৈতীক অবস্থা, বিদ্যুত পানী এবং আরো অনেক কিছুর সমস্যা।
কিন্তু আমাদের কে এই ধারণা বদলাতে হবে। আমাদের কে একটি সুন্দর "Country Branding" এর মাধ্যমে বাংলাদেশ কে বর্হিবিশ্বের কাছে তুলে ধরতে হবে।
কেমন হয় যদি আমাদের দেশের Brand Name হয় "Bangladesh, The Evergreen Paradise"?
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৯ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




