যারা সম্পূর্ণ অচেনা অজানা লোকের সম্পূর্ণ অজড়িত একটি গাড়ি ভাংতে গিয়ে এই মেয়েটির চোখে এভাবে আঘাত দিল, তাদের উদ্দেশ্যে বলছিঃ মুরোদ থাকলে মন্ত্রীদের গাড়ি ভাঙ্গো। গরু ছাগল চিনলেই ড্রাইভার হওয়া যায়, এ কথা এই মেয়ে বলেনি। এই কথা বলেছে যে মন্ত্রী, পারলে তার কাছে যাও, গিয়ে তার মোঁচ টেনে ধর, তার গাড়ির কাঁচ ভাঙ্গো, তার কলার চেপে ধরো। নিরীহ মানুষকে হেনস্থা করা খুব সোজা, না?
একটু লক্ষ্য করুনঃ সমস্যাটা ক্যামব্রিয়ান বা ভিকারুননিসার না, কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীর না, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গির- জাতিগত ভাবেই দুর্বল পেলে চেপে ধরা আর ক্ষমতা দেখলে নমো নমো করা আমাদের স্বভাব, কথাটা কারও পছন্দ হোক আর না হোক। মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়। আমরাও বদলাতে পারব, শুধু একটু নিজের সাথে নিজের কথা বলতে হবে। দৃষ্টিভঙ্গিটাতে যে সমস্যা আছে, একটু বুঝতে হবে, একটু বদলাতে চেষ্টা করতে হবে। তা না হলে আবেগ আর অনুভূতি, এগুলো সব শুধু ভুল জায়গাতেই ব্যয় হতে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




