জগত যেখানে দুর্বিনীত অবসরে মেতেছে সাজে
গভীর যখন ভালোবাসিবার ক্ষণ!
আরও বেশী আশা
আরও বেশী তার রূপ
অহরহ হয়না কেন নিরীক্ষণ!
বর্ষ শুরুর আগে বর্ষশেষের অবিরাম দামামা
ঝন্ঝনে সুরে বাজিছে তাহার তাল লয় সব
আহারে আমার সবুজ গাছের পত্রশোভিত সমীরণ
হাহাকার রবে মেতেছে চারিদিক,
কিনকিনে সংগীত শোভা পায় অনর্গল
কর্ণকুহর আবারও মেতেছে শিউলী ফুলের ঝাড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




