কত রকম চিন্তা আসে মনে
উল্টো পাল্টা ভাবনা অকারণে
দেশটি বুঝি গেলোরে গোল্লায়
সবার মনেই এটাই শুধু ভয়..............
তবে কেন দিলেন জন রায়
দেশটা যদি উচ্ছন্নতেই যায়
ধৈর্য ধরুন সাহস রাখুন বুকে
এদেশ ঠিকই হাসবে পরম সুখে
জনসেবার একটু সময় দিন
শুধবে তারা ঠিকই দেশের ঋণ................
একই সাথে একটু খেয়াল করুন
মুরগী খেকো শেয়ালটাকে ধরুন
দেশ গঠনে দায়িত্বটা সবার
নিন্দা করার নেইতো সুযোগ এবার
সবাই মিলে একসাথে জোট বাঁধি
দায়িত্বটা আসুক আধাআধি
জনগণের কল্যাণে কাজ যত
সমর্থনে থাকবে অবিরত
বদলে দিতে দেশটা নতুন করে
নাও না শপথ নতুন দিনের ভোরে......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




