কালো টাকায় দেশ গিয়েছে ঢেকে
করতে সাদা পথ গিয়েছে বেঁকে
দশ পার্সেণ্ট গুঁজে দিলেই হয়
বাঁচার জন্য নেই কোন আর ভয়
কিন্তু যারা সাদা টাকায় চলে
তাদের জন্য করের বোঝা ঝোলে
উৎসে কাটে দশ থেকে পঁচিশ
রাখছে কী কেউ তাদেরই হদিশ
পরিশ্রমের টাকায় বাড়ে কর
কালো টাকায় আরাম জীবন ভর
কর না দিয়ে একবারেই পাশ
নিত্য করের বোঝা টানার রাশ
আজব দেশের রাজার আইন দেখি
গরীব মারার নিয়মটাকেই শিখি
ভাবছি বসে না যদি দিই কর
দশ পার্সেণ্ট সেটাই শাপে বর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




