ওরা বলেছিল বদলেই যাবে দিন
সম্ভাবনা কতটুকু দেখি তার
ভোরের সূর্য দিনান্তে আলো ক্ষীণ
মেঘে ঢেকে রয় বরষায় একাকার
ওরা বলেছিল ঘাতকের ক্ষমা নেই
যায় চলে দিন থেমে যায় প্রতিবাদ
সময়ের সাথে পরিচিত মুখ সেই
রাজনীতি মানে ক্লেদ ভরা অবসাদ
ওরা বলেছিল দেশ হবে নির্লোভ
প্রশাসনে হবে দূর্নীতি প্রতিরোধ
জনমনে কেন জমছেই শুধু ক্ষোভ
দেশে কী তবে সকলেই নির্বোধ
ওরা বলেছিল জনতার হবে জয়
সময়ের সাথে এগিয়েই যাবে সব
সংসদ একা বিরোধীর মুখ নয়
কী করে হবে বিজয়ের উৎসব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




