১
সাগরের বুকে নীল ঢেউ জলরাশি
সেই নীল ঢেউ কবি মনে দেয় দোল
এমনি করেই সৃষ্টি সুখ ভালবাসি
২
নগর জীবনে নেই কোন সঞ্চয়
জীবনের টানে অসম যুদ্ধ বয়ে চলে অবিরাম
তবু সায়াহ্নে সুখ হয় অন্বয়
৩
রাজনীতি হোক রোজ জীবনের সাথে
তাই ছোট ছোট ক্ষত উঠতে দিওনা বেড়ে
বদলায় দিন তাই মানুষের হাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




