এ দেশে কিস্যু হবে না
গনতন্ত্রের আড়ালে
নিলর্জ্জ দলীয়করণ আর স্বজন প্রীতি
ওটা চলবেই
বন্ধ হবে না কোনদিনও
হবে না পরিবর্তন জনগণের ভাগ্যের........
এ দেশে কিস্যু হবে না
চেইঞ্জ ম্যানেজমেন্টের প্রভাবে
আইনের ফাঁকে শাসকের আস্ফালন
আর পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন
নির্ভেজাল জালিয়াতি
প্রশাসনের ছত্রচ্ছায়ায়
জনগণকে ঠকানোর খেলা চলবে আজীবন......
এ দেশে কিস্যু হবে না
নিত্য দিনের জীবন বাঁচানোর টানাপোড়েনে
ব্যবসায়ীদের মুনাফা বন্ধে
মন্ত্রীর তর্জন গর্জন
সবই অরণ্যে রোদন
কারণ উনিও তো ব্যবসায়ী
ব্যবসায়ী ছলনায়
গরীবের রিজিক নিয়ে খেলা চলবে আজীবন.....
এ দেশে কিস্যু হবে না
কোটি মানুষের জীবন যেখানে
আইলা, সিডর, ভূমিকশ্পে বিপদাপন্ন
সেখানে
দুর্যোগের প্রস্তুতিতে ব্যর্থতার স্বীকারোক্তি
চলতেই থাকবে নিরন্তর..........
নাঃ এদেশে কিস্যু হবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




