তোমাকে দেখছি ফিরে বারে বারে কোন সে খেয়ালে
হঠাৎ-ই হারিয়ে গেলে দেখছি না আর শূণ্য দেয়ালে
এঁকেছিল শিল্পী সে কোন নিবিড় আপন রংয়ের দ্যোতনায়
মেঘেরা ঢাকলো যে চাঁদ নেই তুমি আর অরূপ জ্যোছনায়
কী মায়া তোমার চোখে একান্তে কার আঁকছে প্রতিচ্ছবি
অলকের কাজলে আজ হারালো রং মৌনী নিঃস্ব কবি
মেঘেরা ছাড়লো আলো চাঁদের আলোয় হাসল বসুন্ধরা
জ্যোছনায় যায় ভেসে যায় শাল্মলী বন এ মন পাগল পারা
তোমাকে দেখছি আবার কোন খেয়ালে দৃষ্টি অপলক
জীবনের চলার বাঁকে কুড়ানো সুখ চাইছি আচানক
আসে না সে আর ফিরে হৃদয় তীরে জ্যোছনা ঝরে যায়
তবুও আফ্রোদিতি ছড়াও দ্যুতি এ মন মোহানায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




