সৃষ্টির প্রথম মানবী তুমি!
ইভ্ নাকি প্যাণ্ডোরা!
সাজলে অনিন্দ্য সৌন্দর্য্য সম্ভারে
স্রষ্টার সুনিপুণ দক্ষতায়
হলে পরিপূর্ণ, গুণান্বিতা-অতুলনীয়া
অথচ কী এক কৌতুহলে আদমকে
উসকে দিলে নিষিদ্ধ ফল খেতে
আর তুমি প্যাণ্ডোরা!
অদমনীয় কৌতুহলে খুলে ফেললে
অনিন্দ্য কারুকাজ সমৃদ্ধ নিষিদ্ধ বাক্স তোমার
কে তোমার মন্ত্র দাতা
হেরেমেস! নাকি তুমি হেরা-র চরিত্রের ক্লোন
ইভ আর প্যাণ্ডোরা!
আমার প্যাণ্ডোরাকেই পছন্দ
কারণ লোকে তোমার বাক্সকে
নিন্দনীয় উপমায় ব্যবহার করলেও
অন্তঃত আমি করি না...
কারণ ঐ বাক্সে এখনও যে
রয়ে গেছে "আশা"
আমি সেই আশাতেই
তোমার প্রতীক্ষায় প্যাণ্ডোরা
সৃষ্টির প্রথম মানবী....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




