কবি মনের উদাসীনতাকে পুঁজি করে
সেই কখন তুমি হয়েছ প্রবাসী
স্বর্ণলতার মত লকলকিয়ে
গ্রাস করেছ রসালের শরীর
বাংলা শব্দমালাকে বুকে নিয়ে
ঘুমায় কবি অগোছালো
শূণ্যতায় খুঁজে ফিরে বেঁচে থাকার আশ্বাস
ফেসবুক আর ব্লগের শব্দমালায়
ফেসবুকের অন্তরালে ভেসে ওঠে তোমার মুখচ্ছবি
ওয়ালে লিখে রাখ নিরন্তর
ডোণ্ট স্মোকিং
ইট উইল ডেমেজড ইওর লাং
আমিও লিখে রাখি সযতনে
কবির শব্দমালা:
মাত্র ছয় সেন্টিমিটারের সিগারেট
আর কতটুকুই বা ক্ষতি করবে আমার
বুকের ক্ষতটা অনেক আগেই তৈরি করেছো তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




