----------------------------------------------------------------------------
ব্লগ ডে সম্পর্কিত অন্যান্য পোষ্টঃ-
যশোরে ব্লগ ডে, আনন্দ নিকেতনে আনন্দম! - ব্লগার ৎঁৎঁৎঁ
মিরপুর ব্লগের আড্ডা এবং কিছু ছবি - ব্লগার জনাব মাহাবুব
লন্ডনে ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট - ব্লগার সোনালী ডানার চিল
সিলেটে ব্লগ ডে তে আড্ডা ও খানাপিনা! - ব্লগার সুরঞ্জনা
আমি ৫ম ব্লগ দিবসের আড্ডায় মিরপুরের যাইইইইইইনি - ব্লগার অন্যমনস্ক শরৎ
আমার চোখে পঞ্চম বাংলা ব্লগ ডে - ২০১৩ - ব্লগার একজন আরমানের আত্মা
৫ম বাংলা ব্লগ ডে ও আমার চির স্বরণীয় একটি সন্ধ্যা - ব্লগার জেরিফ
আমার ব্লগ ডে ২০১৩ কেমন গেল ! একটি চমৎকার দিনের কথা ! মিরপুর ব্লগ ডে আড্ডা থেকে ... - ব্লগার অপু তানভীর
"হ্যাপী ব্লগ ডে" সব ব্লগার ভাই, বোন এবং বন্ধুকে - ব্লগার তানিয়া হাসান খান
৫ম বাংলা ব্লগ দিবস-অনলাইন আড্ডা - ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
বাংলা ব্লগ ডে উদযাপন মিরপুর ১২ স্মৃতিময় আড্ডা - ব্লগার পরিবেশ বন্ধু
সুস্থ গণতান্ত্রিক চর্চায় বাংলা ব্লগ - ব্লগার অন্যমনস্ক শরৎ
৫ম ব্লগ দিবস ও আমার ভাবনা - ব্লগার এসএমফারুক৮৮
বাংলা ব্লগ ডে উপলক্ষ্যে অনলাইন নিয়ে কিছু কথা, কিছু টিপস্ - ব্লগার হাবিব০৪২০০২
----------------------------------------------------------------------------
যদিও শীত তার চাদরে ঢেকে রেখেছে পুরো পরিবেশ কিন্তু চারিদিকে অবরোধ চলছে, রাজনৈতিক অস্থিরতার উত্তপ্ততার মাঝেও আমরা ব্লগাররা আজ এই গোধূলি লগ্নে একত্রিত হয়েছি ৫ম বাংলা ব্লগ দিবসে আড্ডা দিব বলে। একবার মনে হল নিজের খেয়ে বনের মোষ চড়াচ্ছিনাত কিন্তু না আমরা ব্লগাররা মিলেইত ব্লগ। বাংলা ব্লগ দিবসের জন্মই হয়েছে ব্লগারদের নিয়ে। সামহোয়্যার ইন ব্লগ এই ব্যাপারে তার অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় ব্যাস্ত হয়ে পড়ছি।
আড্ডা ধীরে ধীরে জমে উঠেছে । আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ব্লগার মাগুর, সোহেল হোসেন, কুনোব্যাঙ, খাটাস, স্বপ্নবাজ অভি, একজন আরমান, আমিনুর রহমান, পরিবেশ বন্ধু, এম মশিউর, জনাব মাহবুব ও ব্লগার কাণ্ডারি অথর্ব।
আড্ডার কিছু অংশ।
আড্ডার পাশেই মেলা
আড্ডায় সবাই কি নিয়ে আলোচনা করবে সে ভাবনায় মগ্ন।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় ব্লগের একমাত্র বন্ধু ব্লগার পরিবেশ বন্ধু। বন্ধুকে দেখা যাচ্ছে তার অগণিত ভক্তকুলের মাঝে কিছু নসিহত দিতে ভীষণ ব্যাস্ত রয়েছেন।
আমাদের মাঝে এখন যোগ দিয়েছেন এহসান সাবির, অপু তানভীর, জেরিফ, সেলিম আনোয়ার।
এখন আমাদের মাঝে যোগ দিয়েছেন এস আর জনি, এ্যাপোলো ৯০, চিরতার রস, কাল্পনিক ভালোবাসা, মোমের মানুষ, নীল সাধু, রোদেলা,আহমেদ আলাউদ্দিন, আশরাফুল ইসলাম দুর্জয় আর অনেকে। সব শেষে ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার আমাদের মাঝে এসেছিলেন !
উপরের বাম থেকে পরিবেশ বন্ধু, অপু তানভীর, জেরিফ, এম মশিউর ও মাগুর।
বামের জন জনাব মাহবুব।
ডানের জন এস আর জনি।
বামে থেকে চিরতার রস, স্বপ্নবাজ অভি, খাটাস।
এস আর জনি ও এ্যাপোলো ৯০।
বামে কুনোব্যাঙ, মাঝে মোমের মানুষ, ডানে এস আর জনি।
বামে আমিনুর রহমান, মাঝে কাণ্ডারি অথর্ব, ডানে এহসান সাবির।
বামে কাণ্ডারি অথর্ব, মাঝে নীল সাধু ভাই ও ডানে আমি
আমার দুই প্রিয় কবি ও ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয় ও আহমেদ আলাউদ্দিন।
ব্লগার মাহতাব সমুদ্র
কবি সিন্ডিকেট নিজেদের কবিতা নিয়ে আলোচনায় ব্যস্ত।
৫ম ব্লগ ডে'র কেক!! একটু পরে কেক কাটা হবে।
আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন মহামান্য মডু অন্যমনস্ক শরৎ।
জানা আপু ফোন করে উপস্থিত সবার সাথে ব্লগ ডের শুভেচ্ছা বিনিময় করেছেন। উনি কিন্নরি অসুস্থ এই জন্য আসতে পারেন নাই , জানিয়েছেন !
৫ম ব্লগ ডে'র কেক কাটা হল সবার উচ্ছাসের মধ্যে।
আমাকে কেক খাইয়ে দিচ্ছেন একজন আরমান
কেক কাটা পর্ব শেষে ব্লগারদেরকে ভাগ করা হয় বিভিন্ন গ্রুপে। ব্লগাররাই নিজেদের পছন্দের গ্রুপে যোগ দেন। গ্রুপ গুলো হচ্ছে লুল গ্রুপ, কেচাল গ্রুপ, সুশীল গ্রুপ, আম ব্লগার গ্রুপ। একজন আরমান সকল গ্রুপের থাকার আগ্রহ প্রকাশ করায় তাকে নতুন আলু গ্রুপে রাখা হয়।
উপরের ব্লগার বৃন্দ হচ্ছেন স্বগোষিত লুল। লুল সম্রাট হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম আনোয়ার।
উপরের ছবির নীল দা ও মোমের মানুষ নিজেদের কে ক্যাচাল গ্রুপে রাখেন।
উপরের ছবির ব্লগার রোদেলা, কুনোব্যাঙ ও বন্ধু সুশীল গ্রুপ বেছে নেন।
উপরের যাদের দেখছেন তারা আম ব্লগার গ্রুপের।
একমাত্র আলু ব্লগার একজন আরমান তার অনুভূতি প্রকাশ করছেন।
সকল গ্রুপের মধ্যে বৈদেশিক হস্তক্ষেপ ঘটানোয় ব্যস্ত অন্যমনস্ক শরৎ
পোষ্ট আপডেটের কাজে ব্যস্ত ব্লগার স্নিগ্ধ শোভন
হাত পা নাড়াতে না পারায় মশার কামড় থেকে আমাকে রক্ষা করার জন্য কয়েল নিয়ে ব্যস্ত আমাদের একজন ব্লগার ( নাম কমু না )
আরো ছবি দেখতে এখানে যানঃ
আমি ৫ম ব্লগ দিবসের আড্ডায় মিরপুরের যাইইইইইইনি - ব্লগার অন্যমনস্ক শরৎ
মিরপুর ব্লগের আড্ডা এবং কিছু ছবি - জনাব মাহাবুব
======================================================
আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য জানানো যাচ্ছে যে, ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্ম সূচি ২০১৩'তে সকলের স্বতস্পূর্ত অংশগ্রহণ কামনা করছি।
মূল পোষ্টঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩
আপনাদের সাহায্যেই উষ্ণ হোক সবার ঘর!!
======================================================
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১