যুদ্ধে পাকি ক্যাম্পে ধরে নিয়ে যায় মিলেটারি
ঘরে ফিরে জিয়া দেয় ধুর ধুর করে তাড়ি।
জাতীর পিতা বলে শোন জিয়া, সব যাও ভুলে,
তাকে আবার ঘরে তুলো আপন করে।
আর্মি অফিসার হয়ে তোমাকে শোনতে হবে কথা,
২ লক্ষ ধর্ষীতা মা-বোন লুকাবে কোথায় ধর্ষণব্যাথা।
মুজিবের দয়ায় ফিরে পেল সংসার,
সেই সংসারে ঘটে গেলো কত না রঙের বাহার।
আজ দলীয় সর্বক্ষমতায় অধীকারি সেই নারী
অহঙ্কার, গরিমা দেয় যৌবনের সুড়সুড়ি।
আজ কিসের জাতির পিতা, মানিনা ওসব কিছু,
বেহায়াপনার সীমা বলে থাকবেনা কিছু।
জাতীর পিত মানি না, তারে কি কেউ চিনে,
জন্মৎসব হবে পিতার বুকে বুলেট ছোড়ার দিনে।
অবাক পিতা ওপর থেকে, অসহায় তাকিয়ে রয়,
অপলক চোখে নিথর দেহ কাঁপুনি দিয়ে যায়।
আমি তো তোর সংসারের ভালোই চেয়েছিলাম,
সব চেয়ে বড় কথা,
তোকে নিজের মেয়ে ভেবেছিলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




