অনেকদিন সামুতে লেখা দিতে পারছি না। ছিলাম ভ্রমণে এবং ব্যাস্ততায়। এখন লেখা দিতে এসে দেখি সামুর যেন কি অসুখ হয়েছে। যারা আমার ব্লগে মন্তব্য দিয়েছেন তাদের মন্তব্য দেখতে পাইনা। উত্তর দিব কি। আর উত্তর দিলেও তারা দেখতে পাবেন না।
অন্যদের লেখায়ও কোন মন্তব্য দেখা যাচ্ছে না। কিছু লেখা আছে এবং অল্প মন্তব্যও কিন্তু মন্তব্য দেখা যাচ্ছে না।
আসা করি সামুর স্পেশাল ডাক্তাররা খুব শীঘ্রই সামুর অসুখ ভালো করে ফেলবেন।
মন্তব্য নিয়ে অনেক যন্ত্রনা অনেক ঝগড়া, মন কষাকষি অনেক কিছু চলে। কিন্তু এই মন্তব্যই সামুর প্রাণ। যোগাযোগের মাধ্যম ব্লগাদের মধ্যে।
মন্তব্য ছাড়া সামু নিষ্প্রাণ মনে হচ্ছে। মন্তব্য দিতে না পারলে ব্লগাররা আরাে নিষ্ক্রিয় হয়ে পরবেন, যারা এখনও আসছেন। তাই সুস্থতা জরুরী দ্রুত।
আবার জমে উঠুক মন্তব্যের মাধ্যমে আড্ডা ভালোবাসা যোগাযোগ।
বড় লেখা আপাতত পোষ্ট করলাম না। আর কটাদিন সবুর করি .....সামু সুস্থ হয়ে উঠার।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। লেখা লিখে রাখুন যাতে সামু সুস্থ হওয়ার সাথে সাথে লেখা নিয়ে ঝাঁপিয়ে পরতে পারেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৩ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




