বদলে যায় সব কিছু রয়ে যায় স্মৃতি
বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে,শুনশান নীরবতায় একাকী শুয়ে থাকতো। কদাচিত মানুষের পথচারনায় তার বুকে স্পন্দন জাগতো। সকাল বিকাল গরুর পাল নিয়ে, রাখাল পেরিয়ে যেত এই পথে। জ্যৈষ্ঠ, ভাদ্র মাসে টুপটাপ আম পড়ার শব্দ ধুপ ধাপ করে পাকা তাল পড়তো। এছাড়া পাখির গানে মুখরিত থাকতো এলাকা।
আমাদের বাড়ির পাশেই... বাকিটুকু পড়ুন
