গত পরশু একটা পোষ্ট দেয়ার জন্য ঢুকেছিলাম সামুতে। কিন্তু ঢুকেই জানার অসুস্থতার খবরে দৃষ্টি আকর্ষণ করা পোষ্টটা পড়ে মন অনেক খারাপ হয়ে গেলো।
পোষ্ট দিতে আর ইচ্ছা হলো না। সারাদিন কিছু করতে ভালোলাগল না। উনার ব্যাক্তিগত বিষয়ে জানার কোন আগ্রহ আমার নাই। কিন্তু উনার প্রতি একটি কৃতজ্ঞতা বোধ নিরবে সব সময়ই আছে। প্রিয়জনের অসুস্থ হওয়ার কষ্টর মতনই উনার অসুস্থতা আমার সময়টা জড়িয়ে থাকল।
জানার সাথে আমার পরিচয় নেই। সরাসরি আমি কারো সাথে কখনো কথাও বলি না। সরাসরি না হলেও জানার সাথে আমার পরিচয় হয়েছে এই ব্লগের মাধ্যমে। জেনেছি তিনি এই ব্লগটি সৃষ্টি করেছেন এবং ধরে আছেন শত প্রতিকূলতায় অনেক গুলো বছর ধরে। কারণ তিনি এই ব্লগটি ভালোবাসেন। তার এই সৃষ্টির মাঝে আমরা যুক্ত হয়েছি। নিজেদের প্রকাশ করার সুযোগ পাচ্ছি।
কিন্তু জানা এই প্লাটফর্মটি গড়ে তুলেছেন নিজের ইচ্ছায় নিজের পছন্দে, নিজের ভালোলাগায়।
হাজার হাজার বাঙালি পৃথিবীর বিভিন্ন কোন থেকে এই ব্লগে যুক্ত হয়েছেন উনার আগ্রহে। কত জন লেখক হয়ে গেলেন। এই ব্লগে লেখার মাধ্যমে। প্রতিদিন কত রকমের পোষ্ট। সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম ব্যক্তিগত স্মৃতি বা ভ্রমণ বিষয়ে। অনেক বিপ্লব এবং নানা রকম মুখোশ উন্মোচন হয়েছে এই ব্লগে লেখার মাধ্যমে। অনেকে নিজের সঙ্গীও খুঁজে পেয়েছেন এই ব্লগের মাধ্যমে।
অনেকে পড়ছেন। অনেকে লিখছেন। লেখার উন্নতি হচ্ছে। কিন্তু নিরবে নিভৃতে থেকে জানা এই বিশাল কর্মকাণ্ডটি চালিয়ে যাচ্ছেন। এত বড় একটা কাজ করার এবং তা চালিয়ে নেওয়া বিশাল মানসিক শক্তির ব্যাপার। আর যখন মাঝে মাঝেই নানা রকম ক্যাচাল লাগে উন্মুক্ত এই পরিবেশে। কত রকমের মানুষের কত রকমের স্বভাব। সবাই মিলে মিশে তবু ঘুরে ফিরে ব্লগে আসেন। কোন ভালোবাসার টানে। লেখার এবং পড়ার টানে। নিজেদের প্রয়োজনেও।
অনেকে ছদ্ম নামে লিখেন। আমি জানি না তারা কোন লিঙ্গ। আমি জানি না তারা কোথায় থাকেন কি করেন। আমি তাদের লেখা পড়ার মাধ্যমে তাদের জানি এবং সবার সাথে এক অলিখিত বন্ধনে আবদ্ধ হয়ে আছি যাদের নাম, পরিচয়, অবস্থান, পেশা সম্পর্কে কোন ধারনা নাই। এবং ধারনা করার চেষ্টাও করি না কখনো, তিনি যা লিখেন তার লেখার মাধ্যমে তাকে জানি। তবু আমরা এখানে বন্ধুর মতন বিভিন্ন বয়সের মানুষ মিলেমিশে আছি, জানার তৈরি এই সামু ব্লগে।
এবং ভালোলাগার বিশাল একটা বন্ধনে জড়িয়ে গেছি সামহোয়্যার ইন ব্লগের সাথে যার রচয়িতা জানা।
উনি একজন লিডার। যার এই অসাধরন ক্ষমতা আছে এতগুলো মানুষকে এক সাথে করার। তিনি অভার কাম করবেনই এই সাময়িক কষ্ট সময়।
আজ উনি শরীরের কষ্টে নিমজ্জিত। আশা করছি দ্রুত সুস্থ্ হয়ে উঠবেন।
বর্তমান সময়ে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। অনেকেই ক্যান্সার সার্ভাইভার। পরিচিত কিছু মানুষ যাদের স্টেজ চার থেকে কঠিন ধরনের ক্যান্সার থেকে,সার্ভাইব করে সুস্থ্ জীবন যাপন করতে দেখছি। যাদের অবস্থা খুব জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
ডাক্তারদের অসাধারন দক্ষতা। একজন রোগীর শরীর থেকে নির্মূল করে দেয়া রোগ এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আমাদের প্রিয়জনকে আরো অনেক দিন কাছে পাওয়ার আনন্দ দিচ্ছে এখন।
চিকিৎসার সময়টা কঠিন হবে তবে অচিরেই তিনি সুস্থতা পাবেন এই আন্তরিক প্রার্থনা। ভালোবাসার পরিবারের সাথে কাটাবেন স্বাভাবিক জীবন। ফিরে আসবেন আবার সামুর অসংখ্য মানুষের ভালোবাসার কাছে।
অপেক্ষায় আছি জানার থেকে জানার, এই শরীরের কষ্ট সময়ের ভ্রমণের গল্প। অনেক শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫