পাতা পুড়ানো ঘ্রাণ মায়াময়
মনে হতো কোন এক কালে
উদাস হতাম নিজের মনে ।
আগুনের চকচকে ফুলকি উড়াউড়ি, শব্দ
উপভোগ্য কারুকাজ আলপনা আনন্দ
মুহূর্তগুলো ভেবে
নস্টালজিক গভীরতায় ডুব সাঁতার ।
আজকাল ভয় লাগে
যে ভাবে বন পুড়ছে ছাই হয়ে যাচ্ছে সবুজ
প্রাণীরা পালিয়ে আসছে নগরে।
হায়নার হাসি শুনে কেঁপে উঠে শিশু।
ভালুকের লোমশ শরীর ঘুরে, গৃহ আসেপাশে
সরীসৃপ খুঁজে আবাস গৃহাঙ্গনে।
পৃথিবীর উষ্ণতা, অক্সিজেনের অভাব
কার্বন ডাইঅক্সাইড ভরা বাতাস শুদ্ধ করা গাছের স্বল্পতা ।
শুঁষে নেয়া সীমাহীন জল মাটির গভীর থেকে
আমাদের প্রয়োজনে।
হ্রদ এবং নদী থেকে
ক্ষয়ে ক্ষয়ে ধ্বসে পরে ভূপৃষ্ট গভীরে
সিঙ্কহোল, ভূমিকম্প বিপর্যস্ত নগরজীবন।
বৈচিত্রময় দুঃসময় ঘিরে আছে নিঃশ্বাস
পৃথিবীর ভালো থাকা আমাদের ভালো থাকা
ভালো থাকা প্রজন্ম
চাই সবুজ প্রচুর সবুজ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০৪