
যেমন কচ্ছপ তার মুন্ডু ভেতরে ঢুকিয়ে
চুপচাপ রোদ পোহাতে থাকে শীতের দিনে
তেমনি তোমাদের আইন!
বুঝেশুনে পা বাড়ায়, হাত বাড়ায়
জেনে-বুঝে কমজোরিদের ধরে।
যেমন গিরগিটি বদলায় রঙ
এর চেয়ে বেশী বদলায়
তোমাদের মিঠা বোল
কোন একটা ধরে ফেলার আগেই
নতুন আরেকটা হাজির
আমি এসব সামলাতে সামলাতে উপুড় হয়ে পড়ি।
যেমন দিনকে গিলে
রাতের আঁধার টাটকা খায়
এর চেয়ে বেশী গিলে খাচ্ছ সব
অত খাই খাই করোনা
না জানি বদহজম হয়ে যায়
পাছে না আবার কাপড়চোপড় গান্ধা হয়ে যায়
যদিও তোমাদের ভালো পাচকগ্রন্থি
মজবুত জনবল
লাঠিসোঁটা সব
আমি দুর্বল
বড্ড একলা
যেমন টা আছেন ইশ্বর !
৩০ সেপ্টেম্বর ২১।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



