
নাসরিন বেগমের কি যে হলো আজকাল
লিখতে পারছেন না দামী কিছু
লিখছেন বালছাল !
প্রেমের কথা উঠলে
চ্যাঁচায় খুব
বলে,
রুদ্র! রুদ্র! রুদ্র !
ভাংগতে অমন খাট পালংক
পারে নাই নাকি কেউ !
বলেন যত্রতত্র।
নাসরিন বেগমের কি যে হলো আজকাল
লুংগী নিয়ে খেলছেন বড়
খুলে গেলে গিঁট
কতটা ক্ষতি
করছেন কি সে খেয়াল ?
জেগে যাবে ঘুমন্ত শিব ঠাকুর
রেগে যাবে
গর্জে যাবে
দিবে পাড়ি
হোক যতই গভীর
নদী- নালা, সমুদ্দুর, খাল, পুকুর।
ধলা কালো চর্মে মোড়া
অনেকটার নাই কিন্তু বাকল ছাল !
নাসরিন বেগমের কি যে হলো আজকাল।
জানি,
আপনি বেঁচে থেকে মরা
নীচে উপরে বারোমাসি খরা
শুনে কয় বন্ধু দুলাল
ভাতের সাথে নিতে পারেন মরিচ ঝাল
ঝরলেও ঝরতে পারে
সদ্য গজা কাঁচা পাকা বাল!
নাসরিন বেগমের কি যে হলো আজকাল।
০২/০২/২২ তারিখটা সেইরম তাই ইয়াদ করলাম ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




