
লতা মংগেশকরের শেষকৃত্য অনুষ্ঠানে বলিউডের নায়ক শাহরুখ খান গিয়েছেন তিনি সুরা দোয়া পড়ে ফু দিয়েছেন আর এদিকে বি জে পি কোন এক নেতা বলেছেন শাহরুখ খান থুতু ছিটিয়েছেন ! আচ্ছা, এইটা কি সম্ভব ! এই চুতিয়া রাজনীতির শেষ কোথায় ?
আজ যখন ভারতের কর্নটকে এক কলেজ ছাত্রীকে বোরকা পড়ার কারণে কলেজে ঢুকতে না দেয়া হয় " জয় শ্রী রাম " বলে ধাওয়া করা হয়। আর সেই বোনটি একাই যখন " আল্লাহু আকবার " ধ্বনি তুলে তখন সত্যি ভেতর নড়ে যায়।
আচ্ছা একটা প্রশ্ন আমি কি পরিধান করবো তাও কি কোন দল ঠিক করে দিবে? আমাদের এখানেও কোন এক কলেজের অধ্যক্ষা বোরকা পড়া নিষেধ করার কথা বলেছিলেন। চুল কেটে দেয়ার কথাও বলেছিলেন হয়তো ! কেন?
এ শতকে আপনি শাউয়া কে বলার আমি কি পড়ে বাইরে যাবো বা ঘরে থাকবো ? হু আর ইউ ?
বিশ্বাস করেন এই বোনটির একা এভাবে প্রতিবাদ দেখে চোখের কোণে জল জমেছে গলা ভারী হয়ে গেছে। যাই করি না কেন দিন শেষে আমি একজন মুসলিম। ভুল আমার ধর্মের কি দোষ ?
যারা আজ জয় শ্রী রাম বলছে তাদের কাছে প্রশ্ন তোমাদের রাম কোথায় বলেছেন " একজন নারী বোরকা পড়লে তার সাথে এমন আচরণ করো কোথায় আছে তোমার ধর্মে ? " আবার বলছি, এ চুতিয়া রাজনীতির শেষ কোথায় ?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



