
আমার ভেতরে কচি ফর্সা একটা সকাল বন্দী
না, না
ওতে তুমি দেখবে না মানুষের হুমড়ি খেয়ে পড়া কোন ছবি
বিড়ি চায়ের ধোঁয়া
অথবা দৈনিকের শিরোনাম
দেশের অঢেল টাকা লোপাট !
তুমি ফুল পাবে
বিন্দু বিন্দু জমা শিশির
হলুদ কমলা রোদ্দুর
আর পাবে আমাকে
বিনে পয়সায় বান্দা হাজির।
আমার কাছে লাল্টুর দোকানের সামনে যে হালকা বায়ুর ঘুর্নি উঠে
যার সারা দেহে শুধু ধুলোপড়া স্মৃতি
এক পশলা বৃষ্টির পর নোংরা জল
যাতে ঠোঁট ভিজিয়ে তৃষ্ণা মিটায় ছাল বাকল নামহীন এক কুকুর
অমন একটি বন্দী আছে দুপুর
নিবে তুমি ?
দ্যাখো,
এ বাজারে কেউ বিনে পয়সায় কিচ্ছু দেয় না
আমি দিতে প্রস্তুত
নিয়ে নিও
ঠিক নেই কখন চলে আসে যমদূত !
আমার কাছে জোনাকির লেজে লটকে আছে একটা নিয়ন সন্ধ্যা
ঝাল মুড়ি, ফুচকা
রিক্সার টুং টাং
বোরকা পড়া বেশ্যা
কিছু ফল নিয়ে সারাদিন বসে থাকা
শিরা ভাসা হাত, শুষ্ক ঠোঁট
কোনঠাসা জীবন যাত্রা
না,না
শেষ হয়নি
রাত হতে বাকি
মশারীর ভেতর এক হাতে কনডম
অন্য হাতে পায়জামার ফিতা।
নিবে তুমি
নিয়ে নিও
ভীষণ ব্যস্ত আছি ইদানীং !
২৩ ফেব্রুয়ারী ২২ ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



