
হ্যান করেংগা ত্যান করেংগা এখন সব ইন্দুর হয়ে গেছে। বলছিলাম ইউক্রেন রাশিয়ার কথা। আমেরিকা, ন্যাটো চুল বাল ছিঁড়ে ফেলবে এখন চুপ করে তামশা দেখছে।
আমেরিকা ন্যাটো চাইছে এই যুদ্ধ লাগুক। এতে সুবিধা ইউক্রেনে অস্ত্রের বাজার চাংগা ! মধ্যপ্রাচ্য ইসরায়েল তো আছে এখন নতুন লিস্টে যোগ হলো ইউক্রেন !
আজ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে, " আমাদেরকে রাশিয়ার মুখে একা ছেড়ে দেয়া হয়েছে ! " ( যুগান্তর পত্রিকা )
এই কথার মাধ্যমে পরিষ্কার রাশিয়া জিতে গেছে। ইউক্রেন অত প্রতিরোধ করতে পারবে না। রাশিয়ান সৈন্য এদিকে ইউক্রেনের রাজধানীর অভিমুখে ছুটছে। হয়তো দখল করে নিবে খুব অল্প কয়েক দিনের ভেতর। ইউক্রেনের আম ও গেলো ছালাও গেলো। এক ন্যাটোর কথা মতে চলে তাদের আশায় বসে থেকে আর মার্কিনীদের আশায় থেকে। পারমাণবিক চুক্তিতে সই করায়ে আগেই ইউক্রেনকে খাসি বানিয়ে দেয়া হয়েছে। এখন আর কি লড়বে ? যদিও ব্রিটেন, আমেরিকা রাশিয়ানদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হলো ক্ষমতা !
মজার ব্যাপার হচ্ছে দেশের হুজুরগন তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমানে বলে যাচ্ছে এ ভবিষ্যৎবাণী অনেক আগেই আমরা বলেছি ! আর মুমিন গন সমানে আমীন লাইক শেয়ার করে যাচ্ছে।
আসলে দেশে যুদ্ধ বড়ি চেতনার বড়ি আর ধর্মের বড়ি ইহা কনডম, ফ্যামিকনের চেয়ে হিট !
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



