
সারা দুনিয়ার মাঝে প্রতিবছর পবিত্র কুরআনের হাফেজ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়ে আসছে। যা একজন মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি। খুব ভালো খবর।
এখন আসি অন্য প্রসংগে এক দল হুজুর এর দাবি দুনিয়ার বড় বড় বিজ্ঞানী এবং আবিষ্কার পবিত্র কুরআন রিসার্চ করে করা হয়েছে। মানলাম আপনাদের কথা।
এখন আমার কথা শোনেন আপনারা প্রতিদিন যেই হারে পবিত্র কুরআন চর্চা করেন ততটা অন্য কেউ করেনা। আপনারা কেন জ্ঞ্যান বিজ্ঞ্যানে এত পিছিয়ে ? কেন মাদ্রাসা থেকে দুই চারজন নিউটন, আইন্সটাইনের মতন বিজ্ঞ্যানী বের হয় না ? কেন ?
যাক ওসব কথা এখন সারা বিশ্বে একই আলাপ ইউক্রেন রাশিয়া। হুজুরগন সেই অনুযায়ী ওয়াজ করছে। গত রাতে একটা হাদিস শুনলাম এমন এক সময় আসবে যখন ইউরোপীয়ান আর মুসলিম মিলে তৃতীয় এক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে।
এখন এই তৃতীয় শক্তি কি রাশিয়া, চীন ? সে যুদ্ধে নাকি ইউরোপীয়ান এবং মুসলিম জিতবে। এ ও জানলাম সে যুদ্ধে নাকি ১০০ জনের ভেতর ৯৯ জন মারা যাবে এমন কি আকাশের পাখি পর্যন্ত মরে পড়ে থাকবে। তাহলে ধরে নেয়া যায় পারমাণবিক বোম ফুটবে ! এর মানে দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছে ধীরে ধীরে।
শেষ করছি পুতিন ব্যাডার এক উক্তি দিয়ে " যেখানে রাশিয়ার অস্তিত্ব টিকে থাকবে না সেখানে দুনিয়ার অস্তিত্ব টিকে থাকার দরকার নাই ! " কি সাংঘাতিক !
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



