
তোমাকে দেখামাত্র
আমি বাইম মাছের মতন মোচড়াতে শুরু করি
আমি চাই তোমার আংগুল আমার আংগুল
খুব কাছে খুব কাছে লেগে থাকুক
যদিও চাইলে মিলেনা সব।
যে সন্ধ্যে গুলি মৃত
যে দিনগুলি হতাশার অনলে পুড়ে ছারখার
আমি চাই সেগুলিতে একটা রঙ ধরুক
তোমার নীল ব্লাউজের হুক
আস্ত জলজ্যান্ত তোমাকে বেঁধে রেখেছে
আমি মুক্ত করতে চাই সে বাঁধন
তোমার সায় আছে তো ?
যদিও
যদিও চাইলেই মিলেনা সব
আমি ইশ্বর নই
রক্ত মাংসে ফসফরাসে ঠাসা মানব !
৩ মার্চ ২২ । বৃহস্পতিবার ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



