
ইচ্ছে করে তোর হাতটা ধরি
ইচ্ছে করে তোরে নিয়ে দেশ বিদেশ ঘুরি
ইচ্ছে করে তোর আঁচলের নীচে লুকাই
ইচ্ছে করে তোরে নিয়ে পালাই
দূরে কোথাও দূরে
যেথায় পাখিরা গায় সুরে সুরে।
ইচ্ছে করে তোর খোপা ফুলে ফুলে সাজাই
ইচ্ছে করে তোরে দিতে গোটা জীবনটাই
ইচ্ছে করে তোরে সদা রাখি বুকে
ইচ্ছে করে ভোর দেখি দুজন
এখনো স্বপ্ন দেখায় গোলাপ মহুয়ার বন।
মেঘ হয়ে যেন উড়ে
আমার তোর নীল বেদনা গুলি
ইচ্ছে তো করে
বন্দী হোক চার ঠোঁট
নামুক বৃষ্টি
ভিজি এক চোট ।
১১ মার্চ ২২ শুক্রবার ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




