
তোমারে দেখলে ক্যান এমন হয়?
ক্যান হয়?
প্রশ্নটা ঘুম থাইকা জাগার পর জ্বালানী ছাড়া চলতে শুরু করে
মাঝ রাতে চাঁদ যখন আসমানে
মাথা ঠেকে বালিশে
তখন ও চলে।
তোমারে দেখলে ক্যান এমন হয় ?
ক্যান হয় ?
প্রচন্ড ভাংচুরের শব্দ
এফ এমে বেজে উঠা সেতার লাগে
তোমার চেয়ে শান্তি
এর চেয়ে আরামের
জগতে বুঝি আর কিছু নাই
সত্যি ,
তোমারে দেখলে
ভেতর বাহিরে কি যে এক শিরশিরানি
বুক গহিনে
নয়নতারা, বকুল ফোটা শিশির গলা ভোর
মন খারাপের দিন গুলি
ঝলমলে রোদ্দুর।
যা কোন আন্দোলন
মিশিল,
মিলিটারি ক্যু,
এমন কি
কোন দাবি দাওয়া এক চুল ও নড়াতে না পারে।
তোমারে দেখলে ক্যান এমন হয়?
ক্যান হয়?
জীবনডা একটা কাঁটা কম্পাস হইয়া
শুধু তোমার বৃত্ত, রেখা আঁকে।
কতজনই তো আজকাল প্রেম লইয়া ঘুরে
পাশের গলির রুপোলী
রোজই তো লক্ষ্য করি
যার ফিগার দেখে
ফাটা চশমাপরা বুড়া
মরা যৌবন নিয়া খাড়ানোর মিছামিছি কসরত করে
কিন্তু
আমার তো ওসবে কিছুই আসে না
কিছুই যায়না
শুধু তোমার জন্য
ক্যান শইলডা পৌষ মাঘের রাতে ও ঘামে?
ক্যান পরাণডা এতো এতো পোড়ে ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




