
বাংলাদেশ খুব বড় নয় আয়তনে। এর রাজধানী ঢাকা জানি সকলে। এখানে নানা কিসিমের মানুষ অমানুষের বসবাস।আয়তনের তুলনায় এর সমস্যা গুলি বহু গুন বড় ! দেশ এগিয়ে যাচ্ছে। অবকাঠামো উন্নয়ন হচ্ছে। মানুষের আয় বেড়ে গেছে। এই যে আয় বেড়ে গেছে এখানে কিছু প্রশ্ন করার আছে।
সেদিন একজনের সাথে কথা হলো তিনি যেকোনো একটা অফিসের চতুর্থ শ্রেণির কর্মকর্তা। তার নাকি রাজধানীর বুকে দুইটা পাঁচ তলা বাড়ি ! শুনে কিন্তু আমি বসা থেকে দাঁড়িয়ে যাইনি স্বাভাবিক ছিলাম। মেনে নিয়েছি এরম ব্যাপারটা। চা খাইলাম ফু দিয়ে লগে দুইটা লাঠি বিস্কুট। ভাবলাম, একজন চতুর্থ শ্রেণির কর্মকর্তার দুইটা বাড়ি থাকলে তার বস বা ডিরেক্টর সাপের কয়টা? আর মন্ত্রী উজির নাজির তাদের কথা চিন্তার বাইরে !
এগুলা নিয়া কিন্তু মিডিয়া পেপার বেশী নাড়াচাড়া করে না। বেশী নাড়াচাড়া করতে যেয়ে যদি অন্য মাল বেরিয়ে যায় তবে নানান মুসিবত ! এইতো কে একজন এক ব্যাংক কর্মকর্তা নিয়ে দুই লাইনের ছড়া লিখে কার্টুন ছেপেছিল শেষমেশ জেলে যেয়ে মৃত্যু ! কে চায় অমন মৃত্যু ? এর চেয়ে যেদিকে স্রোত সেদিকে নাও চালাও। সাকিব, বুবলি নিয়ে কচলাও। আর খুব বেশী চেতনার দন্ড দাঁড়িয়ে গেলে বেশ্যার ঘরে রাত কাটাও অন্ততঃ বিশ্বাসঘাতকতা করবে না সে নিশ্চিত গ্যারান্টি !
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




