
বুক গহিনে ছোট একটা টুনটুনি দৌড়ায় রোজ
সে তো তুমি !
অবাক কান্ড বোঝনা বুঝি ?
কেন তোমাকে দেখলে এক গাল হাসি ?
কেন নতুন কবিতার ছন্দ বুনি ?
বলতো,
কেন কেন
এতো ভেতরে আসলে তুমি ?
বুক গহিনে ছোট একটা টুনটুনি পুষি
রোদ ঝড় যাই আসুক
এমন কি কার্তুজে ঠাসা গুলি
সব অকেজো
প্রেমের কাছে ওসব তো ধুতরা ফুল !
ঠুনকো
নষ্ট জল।
টুনটুনির একটু খুক করে হলে কাশি
বা
একটু হলে মুখ মলিন
আমি যে পাগলের মতো এদিক সেদিক ছুটি
স্রষ্টার কাছে জান ভিক্ষে চেয়ে চেয়ে
দু গাল ভাসিয়ে কাঁদি।
বুক গহিনে আকাশসম প্রেম নিয়ে
রাত গভীরে টুনটুনির ফিসফিস
রাজ্যের কথা
মাঝেসাঝে দেয় বকা
চুমুও খায়
ঠোকরে ঠোকরে ঠোঁট করে রক্তিম।
কেউ শোনে না
কেউ জানে না
টুনটুনির প্রেম
জীবনের চেয়েও দামী !
বুক গহিনে আজকাল
ছোট একটা টুনটুনি রাখি।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




