
সজল ফোন কল কেটে দেয়ার পর রিমি ফিসফিস করে বলছে, বলদ ! ভালোবাসি খুব। গ্যালারি তে সজলের কিছু ছবি আছে হাইড করা সেখানে ঢুকে যেই চুমু খাবে অমনি মিসেস শাহানার আগমন। উনি উহা দেখেই এ্যাই কি হচ্ছে? রিমি মা মা বলে ঘুরে দাঁড়ায়।
মিসেস শাহানা বলতে শুরু করল, কাকে ফোন দিয়েছিলি? হ্যাঁ, শুনি। রিমি আমতা আমতা করছে দেখে মিসেস শাহানা কড়া গলায় বলতে লাগলেন, এখনই ফোন চেক করে জেনে যেতে পারি তুমি কাকে ফোন করেছ কিন্তু আমি তা করব না। তোমার মুখ থেকে সত্য শুনতে চাই। রিমি উপায় নাই দেখে সজলের নাম বলে দিল। মিসেস শাহানার রাগ যেন রাজধানীর পিচ গলা রোদের চেয়ে কড়া ! উনি বলতে লাগলেন, ছি:! লজ্জা করে না তোর। রুচির দুর্ভিক্ষ চলছে তোর। এসব থেকে বেরিয়ে এসো। আর সজলকে বলে দিবে ওর আসার আর দরকার নেই। এসব আবেগ প্রেম-ট্রেম বাদ দাও। ক্যারিয়ার দ্যাখো। ফালতু যতসব! নিম্নশ্রেণীর মানুষের মতো চিন্তা করা ছাড়ো। জীবন যত সোজা ভেবেছ অত সহজ নয়! আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি তাই বলে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে তা হতে পারে না। রাতে এ নিয়ে কথা হবে তোমার বাপির সাথে আশা করি ডিনারে থাকবে তুমি।
এমন সময় কলিং বেল বেজে উঠল যেন কলিং বেল নয় রিমির সবচেয়ে প্রিয় কেউ যা এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে। রিমি একটি কথাও বলেনি শুধু মায়ের কথা শুনে গেল। মিসেস শাহানা দরজা খুলতে রুম থেকে বেড়িয়ে যাবার পর রিমি ফিসফিস করে বলছে, " মা তো নয় যেন মহিলা এরশাদ ! বাবা কেমনে টিকে আছে..... ! "
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



