বর্তমানে যারা রিলেশন নামক জিনিসটায় জড়িয়ে আছেন এরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে, " আমার প্রেমিক আমাকে চুমু খাননি অথবা একলা পেয়ে বুকে পাছায় তার কব্জির কারুকার্য দেখান নি "
আর যদি কেউ বলে, " না আমরা অমন প্রেম করিনি একদম ঐশ্বরিক প্রেম করেছি তাহলে বুঝবেন এর ভেতর ঘাপলা বেশী উনি শুধু প্রেম করেন নি ভিডিও বানাইয়া রেখে দিয়েছেন ! "
বর্তমানে এগুলা পান্তা-ইলিশ খাওয়ার মতো বিষয় না নুন পান্তা হয়ে গেছে। হয়তো দেশের সামাজিক পরিস্থিতি বা পরিবেশ হিসেবে অতটা খোলামেলা হচ্ছে না ব্যাপারটা কিন্তু ভেতরে ভেতরে পচন ধরে গেছে।
এখন দোষ দিবেন কার? হিন্দি সিরিয়াল, ছবি বা দেশের ছবি এবং নাটক ? ছবি, নাটক এগুলা তো জীবন এবং সমাজের অংশ। তারমানে বাজে সমাজে আছি তাই বাজে কিছু হচ্ছে বাজে মানুষের সংখ্যা বেড়ে গেছে এর মধ্যে প্রেম নামক পবিত্র জিনিসটি নষ্ট হয়ে গেছে।
এক সময় ছবিতে দেখতাম নায়ক নায়িকার মিলন এর দৃশ্য এলে ফুলে ফুলে আলিংগন ! এখন পুরা সব কিছু খুলেই দেখায়। অবশ্য ফুলে ফুলে আলিংগন বিষয়টি অনেকটা ভুল তরিকা এটা হওয়া উচিত ফুল আর পুরুষ ভ্রমরার দৃশ্য ।ফুল তো নারী ফুল তো পুরুষ না তারমানে ব্যাপারটা লেসবিয়ান টাইপ হইয়া গেল না ?
পার্কে জোড়ায় জোড়ায় যে কইতর বসে থাকে বিশেষ করে ঢাকা বা বড় শহর গুলিতে এরা কি সেখানে বসে ওয়াজ নসিয়ত করে? না, হাদিস কোরান নিয়া আলাপ করে?এদের আলাপের একটা অংশ থাকে শরীর কেন্দ্রীয় আর পয়সা পাতির।
এখন স্মার্ট মোবাইল থাকাতে আরও সুবিধা হয়ে গেছে। ফেসবুক বা আরো সোশ্যাল মিডিয়া আসাতে আরও এক ধাপ এগিয়ে গেছে সম্পর্কের ব্যাপার গুলো। খুব বেশীদিন না যেতেই ছেলে মেয়ে অশ্লীল জোকস শেয়ার করে তারপরে ব্লুফিল্ম !
আপনি রিলেশনে নাই কিন্তু আপনার বান্ধবীর আছে। তার বয়ফ্রেন্ড তাকে এসব পাঠিয়েছে উনি আপনাকে তা দেখিয়েই ছাড়বে। কেন জানেন? লেজ কাটা শেয়ালের মতো। নিজে খারাপ হয়ে গেছে তাই আপনাকে দলে নিতে চাচ্ছে অনেকেই এ ফাঁদে পড়ে।
প্রেমের নামে শরীর এখন মুখ্য। অবশ্য এগুলা বলেই বা কি লাভ? লিখেই কি লাভ?
গল্প তো শুনেছি এমন," দুনিয়ার শেষের দিকে নাকি পুরুষ মানুষ মেয়ে মানুষের জ্বালায় গাছে উঠে যাবে তারপর মেয়ে মানুষ গর্ভবতী হবে ! "
বিষয়টা ভিজুয়াল চিন্তা কইরা লজ্জা পাইলাম। পুরুষ দের নসিবে শেষমেশ এই। আমি তো গাছেই চড়তে পারি না আমার কি হবে এখন? হা হা হা..৷
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৬