
ইচ্ছে করে এক দলা ভারী ব্লিচে
পরিষ্কার করি তোমার মগজ থেকে হৃদয়
প্রেম বলতে শুধু কি বিছানায় মেয়েছেলে !
এ সত্য,
একজন মেয়ে
তোমাকে যেমন ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর
তেমনি ছারখার করে
দিব্যি পা নাচিয়ে হাসবে
পুরুষ ও আছে অমন
খুঁজে দ্যাখো মিলে যাবে
শেকড় থেকে পাতায় ডালে।
জানো তো,
কবিতা আমার কাছে নবজাতকের মতো
ও তুমি বুঝবেনা
তোমার ভেতরের রঙ বড্ড এবড়োখেবড়ো
আমারটা সম্পুর্ন নীল।
ইদানীং গরম তো ভালোই পড়ে
রোদও চড়া
ইচ্ছে করে
গন্ততন্ত্র এবং স্বাধীনতা শব্দ দুটি
ধুঁয়ে মুছে নিংড়ে দেই শুকোতে
মেলা কপচানো চলছে শব্দ দুটো নিয়ে
শ্যাম্পুর বোতল দেব তুলে
খুশকির সাথে যদি শব্দ দুটো
নেমে যায় তোমার মাথা থেকে।
তোমার মুখটা দেখলে মনে হয়
দীর্ঘদিনের ইট চাপা ঘাস
কি সর্বনাশ !
কি সর্বনাশ !
নাকের ফুটো দিয়ে
অক্সিজেন ঢুকে বলেই কি
তুই মানুষ হয়ে যাস !
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




