
আমি তোমাকে নানাভাবে চাইতে থাকি
বারবার ভাসে দোকানের ভেতরকার সাইনবোর্ড
বাকি চাহিয়া লজ্জা দিবেন না।
আবার অনেকটা পুকুরে ঢিল ছোঁড়ার মতো ব্যাপার স্যাপার
কিছুদুর যেয়ে ডুবে যাওয়া
আমি এর পরিত্রাণের রাস্তা খুঁজি
কিছুই বের হয় না
শুধু বোবা কান্না।
আমি পাখির ডানায় রোদ ফুরাতে দেখি
নিজের আয়ুর দিকেও
এতো কম সময় !
এইতো সেদিন স্কুলের ব্যাগ ফেলে মাঠে গেলাম
সেলুনে গেলাম ধারালো ক্ষুরে ক্লিনসেভ
কি ফর্সা আমার প্রথম যৌবনের তুলতুলে গাল।
অথচ দ্যাখো তোমার সাথে
প্রেমটা করা হলো না
কত অকাজ করছি দিন দিন
যদিও আজকাল প্রেম বলতে
আমার আংগুল ছুঁয়ে ফেলে
তোমার শাড়ির সেফটিপিন।
ফড়ফড় উড়তে থাকা প্রজাপতি
আমাকে বিস্মিত করে
এখনো কত রঙ চারপাশে
পার্কে জোড়া কিছু মানুষ
প্রেম বেঁচে আছে তবে শরীরে শরীরে !
যা আমি প্রতিবার উল্লেখ করি।
বাড়ির সামনের বৃদ্ধ গাছটার বাকল খসা দেখি
মরা পাতা গুলিকে মনে হয়
দেশের গণতন্ত্র
ফ্যালফ্যাল চাহনি
বেঁচে থাকার কি আকুতি মিনতি।
প্রায়ই এমন হয়
মনে হচ্ছে পিছন থেকে তুমি এসে
চোখ দুটি চেপে ধরে জিগ্যেস করছ
বলতো কে আমি?
কি মিঠা তোমার কন্ঠস্বর!
কি নরম তোমার হাতের তালু!
তোমার ভারী স্তনের উপস্থিতি টের পাচ্ছি
এরপর আর পাই না তোমায়
এদিকের মেঘ ওদিকে
ক্যালেন্ডারের পাতা ফুরায়
হাতে আমার প্রেমের ভিক্ষাপাত্র
ওতে কিছুই জমা পড়ে না।
এ সত্যি,
ভাবি এক্ষুনি হত্যা করি ভোরের রোদ
কি লাভ বারবার এসে
যেখানে বাতাস মানে চিৎকার
গুলি, বোমা, বারুদ
আসলে এ আমি খুব বুঝে গেছি
প্রেম মানে
বিষধর গোখরোর ছোবল
ধনুকের মতো বেঁকে গেছি
এতো ধ্বংসের পরেও
প্রেম বলতে,
এখনো তোমাকে খুঁজি।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




