
আত্মার কাছে সৎ হও
যদি তুমি আধুনিক হও
যীশুর দেহে পেরেক ঠুকতে যে এসেছে
বলতো,
সে মুসলিম?
খ্রিস্টান?
নাকি ইহুদী?
জানি,
এখন ঘুরে যাবে প্রশ্নের উত্তর।
যে কোনদিন মাইক্রোস্কোপে রাখেনি চোখ
দেখেনি উদলা আসমান
সে কি করে বলবে,
ইশ্বর কত মহান!
কত নিখুঁত তাঁর সৃষ্টি
গোটা জগত কত বিশাল !
কেমন তার সুখ।
আমার ব্যাংক একাউন্ট কখনই জানে না
কি হচ্ছে আমার ভেতর
জানে শুধু কবিতার অক্ষর।
বুদ্ধিজীবী, যুক্তিবাদী
নোবেলবিজয়ী রাষ্ট্রপতি
সুশীল নামক খানকির ছেলে
বুঝবি ফারাক কোন কালে
ল্যাংটা তোরা বউ এর কাছে
ল্যাংটা মোরা বুলেট মিসাইলে!
তুমি অদৃশ্য ইশ্বর
অদৃশ্যই থেকে যাও
দৃশ্যমান হলে
এ যুগে সবাই তুলতে চাইবে সেলফি !
যা তোমার জন্য খুব বিব্রতকর
এবং বিষয়টি আপত্তিকর !
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




