
শোন,
যখন তুমি সেফটিপিনে শাড়ী ব্লাউজ
একসাথে রাখার তীব্র করছ করসত
গলা গাল ঘষামাজা সেরে
ঠোঁটে মেখে চলেছ গাঢ় লাল রঙ
চেইনের বড় লকেট
পেন্ডুলামের মতো
স্বাধীনভাবে দুলছে
তোমার ভারী স্তনের খাঁজে
ঠিক তখন
ঠিক তখন
কোথাও না কোথাও
কেউ সমস্ত হারিয়ে
দাঁতে দাঁত চেপে
দু'হাতে প্রেম খেদাচ্ছে !
যখন তোমার হাইহিল শব্দ তুলছে ঠকঠক
অন্য কোথাও কেউ জেনে গেছে
প্রেমিক মানে মস্ত বড় প্রতারক !
যখন তুমি খুলছ শ্যাম্পেনের ছিপি
ফক আওয়াজ
বেরিয়ে গেল ভেতরকার বন্দী কিছু বাতাস
হুল্লোড় থ্রি চিয়ার্স
প্রসংশা শুনছ,
ইউ আর অলওয়েজ গর্জিয়াস !
ওদিকে তখন
গিলছে কেউ
বুলেট, বোমা, চোখ জ্বলা টিয়ার্স!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




