
সেদিন খবর দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি আমার এক বাল্যবন্ধু যে স্পেন থাকে সে দেশে আসছে।
আমাকে ও ফোন দিয়ে হালহকিকত জিগাইয়া কইল হুন, কালকে নোবেল এর ছাদে বমু আইয়া পড়িছ। আমি কইলাম, বাল! শরীর গাড়ি কাশি দেয়।
ও কইল, দুই পেগ পেটে পড়লে নিচের মাথা উপরের মাথা ঠিক হইয়া যাইব। তা আইয়া পড়িছ। আমি কইলাম আইচ্ছা দেহি। ও হুইনা কইল, ঐ ব্যাটা কিয়ের আইচ্ছা? তুই আইয়া লাব্বাঈক কবি।
আমি কইলাম ওকে। ঠিক কথা মতো গিয়ে হাজির। দেখি আরও পুরাতন পাপী কিছু আইছে। বহুদিন পর ছাদের উপরে আমাদের আড্ডা। স্বপ্নের আসমান নীল না একদম কটকটে লাল!
এক পাপী আমারে জিগাইল, কিরে সব ঠিক। আমি হাসি দিলাম যার মানে একদম বিন্দাস!
যে যার মতো বসে পড়লাম। বসা মাত্র প্যাঁচাল শুরু হইল সবখানে যা চলছে ঐ ইসরাইল ফিলিস্তিন সংকট !
এক পাপী কইল, সব মাইরা সাফ কইরা দিতাছে আমরা লোম ফেলছি! আমি কইলাম হুন,
আমাদের মুসলিম সমাজের বর্তমান অবস্থা এমন সেই কৌতুকের মতন " একদিকে মেয়ের জামাই মরছে আর অন্য দিকে ছেলের বউ। শাশুড়ী কইতাছে যাক এবার সব কিছু অন্যের উপর দিয়া গেছে ! "
এই যে বড় বড় মুসলিম কুতুব রাষ্ট্র আছে না এরা এতোকাল ধরে এমন কথা বলে আসছে।
আমি আরও যোগ করলাম এই যে ব্রুনাই এর রাজা। হালার পুতের ৭০০০ গাড়ি ! এখন তোরা বল হালার পুতে ৩৬৫ দিনে কয় গাড়িতে চড়বে? এতো বিলাসিতার মানে হয়?তেলের ট্যাকায় *নকির পুতেরা যা করতাছে। আরেক পাপী কইল, হ কথা ঠিক। ছোট কালে নানী দাদী কইত, " হিন্দু করে বাড়ি, ইহুদি খ্রিস্টান গাড়ি, মুসলিম খালি চিনে নারী ! "
আমি ঝাল মুড়ির পঁচা বাদামে কামড় পড়াতে কইলাম ধুর ! হালার পুত। ওরা কেউ বিলেতি সুরায় কেউ বিদেশি সিগারেটের *টকি যে যেমনে পারতাছে চুমায় যাইতাছে।
আমি ওসব না নিয়ে শুধু ঝাল মুড়ি রঙ চা! বহু পাপী আংগুল তুলে কইল, এই বাল! এতো সাধু হলি কবে?
আমার কথা মুড নাই। মুড থাকলে অমন দুই চাইর বোতল একলাই সাবাড় করে দিতে পারি। যাই হোক এক সিনিয়র ভাই এতোক্ষণ চুপ করে ছিলেন। তিনি হঠাৎ বলে উঠলেন, ইহুদি আমেরিকা যেই পোংটামি শুরু করছে এগুলারে গন হারে *টকি মারলে ইতরামি এক্কেবারে বন্ধ হয়ে যেতো। আমি কইলাম, মারব ক্যাডা ?
এক পাপী, মুরুব্বির দিকে চেয়ে কইল, আপনে শুরু করেন আগে। আর তাছাড়া বহুদিন ধইরা উপোষ আছেন তো! ডাইনে বায়ে যান না। সব পাপীর মুখে শরীর দুলাইয়া হাসি।
এক পাপী বলল, ভয়ের বিষয় কি জানছ, গাজা সহ গোটা দেশ হাতছাড়া হবে নিশ্চিত। এই যে হামাস, হিজবুল্লাহ আছে না। এরা এখন ইউরোপ আমেরিকার নানা জায়গায় গুপ্ত হামলা মানে সুইসাইড বোমের হামলা শুরু করতে পারে ! আমি কইলাম, উড়িয়ে দেয়া যায় না।
এর মধ্যে ডোর বেল বেজে উঠল স্বপ্নভঙ্গ যেমন ইউক্রেন যুদ্ধে মুতে দিল হামাস! আমি বুক ধরফর নিয়া লাফ দিয়ে সোফা থেকে দাঁড়াই গেছি মনে করছি যুদ্ধের সাইরেন !
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




