
এভাবে ফুরিয়ে যাবার কোন নাই অর্থ
প্রেম চেয়ে বেড়াচ্ছি বোকার মতো
এক বুক আশা নিয়ে হাঁটছি
যাদের মনেতে অসুখ
মগজে ঘুন
তারাই করতে পারে দিন দুপুরে খুন ।
খুব সহজ কারো পথ
কারো পথ এবড়ো থেবড়ো
হৃদয়ে বাসা বাঁধছে যখন কবিতার খেয়াল
অক্ষরে অক্ষরে চলছে লাফালাফি দৌড়
আসমানে তখন পাখির বদলে
সারিসারি বিমান বোমারু !
উত্তাল সমুদ্রের মতন আলুথালু
ভাসিয়ে নেবার করি বৃথা চেষ্টা
সোলেমান, দাউদ, মুসা, ঈশা, মুহাম্মদ
গেছেন চলে
যাবে সকলে
ক'জন আর এ কথা বোঝে
তবুও জান যায় মিথ্যে অজুহাতে।
সমস্ত কবির
কবিতায় দেই আগুন
লাভ কি লিখে অত ?
প্রতিবাদ যেখানে কাজ চালিয়ে নেবার মতো।
অস্তমিত রবি
শুধুই খামাখা স্বপ্নের চাষ
জাতিসংঘ,
হ্যাঁ,
হ্যাঁ,
জাতিসংঘ দেখায় বাইদানীর নাচ।
মোরগ ডাকা আলোয় দেখি
গোটা দুনিয়ায় লাশের স্তুপ
মুর্খদের বোঝাতে বোঝাতে
স্রষ্টা এক্কেবারে চুপ।
কাঠি লজেন্স ধুলোতে গড়ায়
শকুন ঠোকরায়
কচি শিশুর মগজ থেকে মুখ !
চমৎকার ;
ছি:!
কি চমৎকার সংসার পাতে
রক্ত, সভ্যতা ও বন্দুক !
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




