
দুনিয়ার তাবৎ নেতাদের গালি দিতে দিতে
একসময় চুপ মেরে যাই
বিস্ময় নিয়ে ভাবি,
যেন সকলে দেখছি
মারদাঙ্গা একশন কোন মুভি
ছি:! ছি :!
প্রিয়তমা,
ক্ষমা করো
এখন খেতে ইচ্ছে করে না চুমু
ভাত মুখে দিতে ইচ্ছে করে না
ঘন্টার পর ঘন্টা মগজে বাজে সাইরেন
এ আমি বুঝে গেছি
খুনীদের মুখ দেখাতে একদম লজ্জা করে না।
শেয়ালের ডাকে যে কিশোর শক্ত করে ধরেছিল
মায়ের আঁচল
টিনের চালে শুকনো বড়ই গড়াতে গড়াতে
ফর্সা সকালে বিছানা ছেড়েছিল
লাটিম, ঘুড়ি যার ছিল খেলার সম্বল
সে আজ হতবিহ্বল !
আজ-ও নয়নে বন্দী
ফেলা আসা সেই প্রিয় মফস্বল।
প্রিয়তমা,
তবে কি ওরা সব ছদ্ম মানুষ ?
সে অর্থে গ্রহের নাম দুখিনী গ্রহ বলা চলে
তাহলে প্রেম
শুধুই কি এলেবেলে ?
তা কি করে হয়?
কি করে হয়?
এখনো মাঝরাতে
নর নারী প্রেমে মেতে রয়।
শান্তি আনার ছলে
যারা সমস্ত চাওয়া পাওয়া পিষে ফেলে
যারা কেড়ে নিতে পারে মানচিত্র
তাদের কবি ঘেটু পুত্র কয়!
প্রিয়তমা,
পরিতাপের বিষয়
ওরা জানে না
চোখে চোখ রাখলে কতোকিছু হয়
ঠোঁটে ঠোঁট মেশালে মিলে যায় আশ্চর্য মধু
মেঘ পড়েছে কাফনের কাপড়
তাকালেই নয়ন জুড়ে লবন অশ্রু !
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




