
তোমার কাছেই কেন?
কেন বারবার ফিরে আসি?
অন্য কোথাও কি যাওয়ার জায়গা নাই ?
প্রশ্নটা বোকার মতন করেই হাসি
পরক্ষনেই কাঁদি
সে কান্না-হাসি দুটো আমার
তাহলে কি তোমার?
দিন ফুরালে তোমাকে চাই
রাত ফুরালে চাই
বিছানার এ পাশ হলে চাই
ও পাশ হলে চাই
বাজারে গেলে চাই
দাওয়াই কিনতে গেলে চাই
অফিসের টিফিন পিরিয়ডে চাই
ভালো একটা ট্রিপের অফার পেলে
তোমাকে চাই
খোলা আসমানে তাকানোর সময় চাই
লন্ড্রি তে গেলে চাই
হাঁটতে গেলে চাই
বসতে গেলে চাই
শুতে গেলে চাই
প্রতিটি সময় শুধু তোমাকে চাই আর চাই
যেন তোমাকে চাইতেই এ বসুন্ধরায় আসা
তোমাকে চাইতে চাইতে ফুরিয়ে যাওয়া
এভাবে আমার চাওয়া পাওয়া বাড়তে থাকে
সময় ফুরাতে থাকে
একদিন দুম !
নিউ ইয়ারের আতশবাজির মতো
দেখলে
কিন্তু ছুঁতে পারলে না
ছুঁড়ে ফেলে দিলে
কাছে রাখলে না।
এরপর নয়া অধ্যায়
নয়া পাঠ
একদম শান্ত আমি
কোন আক্ষেপ আস্ফালন কিছুই নাই
রাগ গোসসা নাই
চাওয়াচাওয়ির কারবার নাই
হাজার ডাকাডাকির পরেও সাড়াশব্দ নাই
একদম চুপ
যেমন আছ এখন তুমি।
অথচ
তুমি আসবে বলে দুয়ার খোলা
হাজার রকমের কত খেলা
তুমি আসবে বলে পাহাড়ের বুক চিড়ে ঝর্ণা
সমুদ্দুর, নদী
তুমি আসবে বলে
ভেতরে কেমন ঘুর্নি
আর মেঘ জমার মতো হু হু কান্না।
আমি লুকাতে পারি না প্রেম
লুকানোর কায়দাটা নেই রপ্ত
শিখে গেলে আমিও হলাম অন্যদের মতো
তখন প্রেম চেয়ে কি লাভ?
স্রোতে ভেসে যাওয়া সহজ
সহজ রাস্তায় পা রাখার অভ্যাস তো নেই !
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




