
তোমার আমার দূরত্ব খুব বেশী কি?
এ তো চোখ বোজা আর খোলা অতটুকু সময়
তুমি ভীষণ ভীষণ ডরপুক
নিজের ভেতর নিজেকে গুটিয়ে রাখো
তুমি সুতা হলে আমি সূঁচ।
তুমি যখন জানালার পর্দা টানিয়ে দাও
দুয়ারে খিল দিয়ে একদম একা হয়ে
ঘরের বাতি জ্বালিয়ে কিচেনে যাও
ফ্রিজে রাখা খাবার গুলি ওভেনে গরম করে
ফের খেতে শুরু কর
খাওয়ার পুর্বে হাত মুখ ধুয়ে নাও
টিভির সামনে বসে পড়
একটা আস্ত দুনিয়া সামনে আসে
যার বেশিরভাগ নানা মিথ্যে দিয়ে সাজানো।
সপ্তাহের পর সপ্তাহ সেই একই নিয়মে চলা
আমি সমস্ত নিয়ম ভেংগে তোমাকে কোথাও নিয়ে যাই
যা খুব দূর
যেথায় গাছের পাতা এখনো সবুজ
একটা রুপালি নদী
যার ঢেউ শান্ত
যদিও অশান্ত নদী গড়ে তোলে দক্ষ মাঝি
বাতাসে ভাসে হারিয়ে যাওয়া সুর
যেখানে বিশুদ্ধ অক্সিজেন
দু:খ ঝেরে ফেলার মন্ত্র
সেখানে কিছু কুঁড়ি সুঠাম সুন্দর
তোমার অপেক্ষায় আছে
ছুঁড়ে ফেল এসব পঁচা বাসি খবর
যেখানে প্রেম বলতে কে কত উঁচু
কে কত ক্ষমতাধর !
আমি তোমাকে প্রেমের কথা শোনাই
সেখানে শরীর উপস্থিত করি
আর যখন তোমার হয়ে যাই
বদলে যায়
অনু থেকে পরমাণু
সময় হয়ে যায় ধীরগতির
তুমি আমি
ভেংগে ফেলি সমস্ত সুত্র এবং ফিজিক্স !
তোমার আমার দূরত্ব এতো কি বেশী?
না,
মোটেও না
এইতো ছুঁয়ে চলেছি
কেড়ে নিয়েছি তোমার কাছ থেকে তোমায়
এইতো তোমাকে বাজের মতো ছোঁ মেরে ধরে রেখেছি কবিতার প্রতিটি শব্দে
আর আমার আঙুলের ডগায়।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




