
আমাকে যারা তীব্র ঘৃণায় নানা কায়দায়
মারতে চায়
ওরা জানে না কবিদের মৃত্যু নেই
প্রতিবার নতুন করে জন্মায়।
আমিই আমাকে খুন করি
আলস্য জড়তা নেই এ খেলায়
যা ঘটিয়ে ফেলি এক ঝটকায়।
মুন্ডুহীন শরীরের নেই দাম
আমার পংক্তিরা খুব খাঁটি সত্য
ওদের অবস্থা
রাস্তায় দাঁড়ানো বেশ্যাদের মতো।
ভুল করে গেলে
অনুমতি ছাড়া
আমি তোমার ধারনার বাইরে
উড়নচণ্ডী একদম বাঁধনহারা।
ব্যাথার ব্যান্ডেজ গোটা দেহে
আত্মাকে না পারে ছুঁতে
তোমাদের কাবু করেছে যে ভুতে
ওসব বহু আগে
পায়ের তলায় রেখেছি পুঁতে।
প্রেম মানে তো মন্দ কিছু নয়
ভালো কিছুই হয়
প্রেমের অভাবে
কেউ কেউ আবোল তাবোল কয়।
সত্যি,
তোমাদের চেষ্টায় নাই কোন ঘাটতি
তোমরা আমার পা ধরে
নীচে নামাতে কি জোরে টানো
আমি তোমাদের কাঁধে পা রেখে
উঁচুতে চলে আসি আরও।
যদিও নভেম্বর এর শেষে
জোছনা ভিজায় গাল
ওদিকে দেখি কুঁইকুঁই কাঁদে
শুয়োরের পাল।
ডরাই না কারো চোখ রাঙানিতে
আহা বেচারা
এরকম হাভাতে!
থাকে কোন জগতে ?
হা হা হা
আমিও কি কম যাই
কি দারুণ নেচে বেড়াই
কবিতার ব্যাগপাইপ বাজাই
রাত, দুপুর
এমনকি দিনের শুরুতে !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




