
তোমাকে স্পর্শ ছাড়া কাছে পাই
এতো এতো হেলুসিনেশন
সত্য বৈ মিথ্যে বলবো না
এমন কি গোপন করবো না
বড্ড স্পষ্ট দেখছি তোমার বাড়ির সদর গেইট
তোমার কোমড়ের মতো বাঁক নেয়া চিকন সড়ক
রিক্সার আনাগোনা।
এক কোণায় কৃষ্ণ চুড়া ফুলে ফুলে লাল
ডালে বসা দুই চড়ুই এর ঠোঁটে ঠোঁট ঘষা
এভাবে আরেকটু এগুলে তোমার বারান্দা
দাঁড়িয়ে আছ তুমি
হাতে ধরা কবিতার বই
একটু পর পর ঠিকঠাক করছ বুক ঢাকা ওড়না।
এসব
দেখেই আমার গলা শুকিয়ে যাওয়া
খোলা চুলে মৃদু হাওয়া
এভাবে এগুতে এগুতে
একসময় লাগে তোমার সাথে ধাক্কা
অনেকটা সিনেমার মতো
এরপর নয়া এপিসোড
আদর চুমু অসভ্যতা !
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




