
বছরের প্রথম দিন প্রচন্ডরকম মেজাজ খারাপ কারণ আম্মার ঔষধ নিকটস্থ কোন ফার্মাসিতে পাওয়া যাচ্ছে না। এই আজকাল করে করে প্রায় দুদিন চলে গেল। রক্ত চড়ে আছে মাথায় !
এদিকে খবরে দেখলাম ইউনুস মিয়াকে ৬ মাসের জন্য খোয়ারে রাখার কথা বলেছে আদালত ! অবশ্য আমি ব্যক্তিগত ভাবে এ নিয়ে তেমন কিছুই ভাবছি না। বিচলিত নই।
অবশ্য রেজা কিবরিয়া বলেছিলেন কদিন আগে " ৭ তারিখের আগে অনেক কিছু ঘটবে " এখন দেখি তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। খেলা শুরু হয়ে গেছে। ওদিকে ডিবি রিজভী কে খুঁজছে। এটাও কট খাবে খালি সময়ের অপেক্ষা।
কিছুই লিখতে ইচ্ছে করছে না। বিরক্ত লাগছে সব। ধ্যাৎ ! ৭ তারিখ টাইনা একটু কাছে আনা যায় না ?
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



