
প্রতিবার নির্বাচন আসা মানে কিছু মানুষের মৃত্যু নির্ধারিত হওয়া। কতদিন চলবে এ খেলা ? বি এন পি যারা করে তাদের কাছে প্রশ্ন, রাইফেল জিয়ার হ্যাঁ/ না ভোট কতটা সঠিক ছিল? যদি সেটা মেনে নেন তবে এ নির্বাচন কে মেনে নিবেন। শুরু তো করেছেন আপনারা এখন চুপ থাকেন ।
ফালতু লাফালাফি করবেন না। সবার আগে বলেন, কারো জীবন নেয়ার অধিকার কে আপনাদের দিয়েছে?
বি এন পি জামাত এর সোজা হিসেব এমন আমেরিকা স্যাংশন দিবে আওয়ামী লীগ বিপদে পড়ে পুনরায় নির্বাচন দিবে এতে বি এন পি জামাত ক্ষমতায় এসে যাবে।
ক্ষমতায় এসেই ওয়ান টু এর মতো তারেকের সব মামলা খারিজ হয়ে যাবে। তারেক কে যেকোনো সংরক্ষিত একটা আসন ছেড়ে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ফেলবে। কি সোজা সরল হিসেব।
এখন প্রশ্ন এ হিসেব কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে না? তো আপনারা যেমন প্লান করছেন উনিও করছেন। এখন কে টিকে রয় উহা দেখার পালা।
অন্য প্রসঙ্গে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় বলেছেন, " তারেক কে দেশে এনে বিচার করা হবে " এখন উনি যদি শুধু বলার জন্য বলে থাকেন তাহলে কিছু বলার নাই।
আর যদি সিরিয়াসলি বলে থাকেন তাহলে বি এন পি আপনারা একটু হুশ করে কথা বলেন। আমি কিছু ধারণা করছি যেমন,
তারেক লন্ডন বসে যদি এসব নাশকতার হুকুম দিয়ে থাকেন আর যদি উহা বৃটিশ গোয়েন্দা সংস্থা জানতে পারে বা কল রেকর্ড থাকে এবং বাংলাদেশ সরকার যদি বৃটিশ সরকার কে বলে এ ব্যক্তি আমার দেশের জন্য হুমকি এমনকি তোমার দেশের জন্য ও। তখন তারেকের হাল কি হতে পারে? তারেক কে দেশে আনার জন্য আওয়ামী লীগ যেকোনো ছাড় দিতে রাজি।
আরেক জনসভায় শেখ হাসিনা বললেন, জিয়ার বউ নাকি শুধু উর্দু আর অংকে পাস করছে বাকী সাবজেক্ট এ গোল্লা!
যা শালা ! এতদিন জানতাম এইট পাস। এখন দেখি গোল্লা পাওয়া ছাত্রী ! যাক আমরা মহান জাতি তাই এমন অতি মাত্রার শিক্ষিত একজনকে দেশ পরিচালনার মতো বিশাল কাজের সুযোগ দিয়েছিলাম ।
যারা রূপবতী আছেন তারা হতাশ হবেন না শুধু আর্মি একটা জামাই ধরেন দেশের প্রধানমন্ত্রী হলেও হতে পারেন। এ দেশের মানুষ ধলা চামড়া বেশ লাইক করে।
সেদিন হার্ডকোর এক বি এন পি বলছে, হাসিনা মরে গেলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি শুনে কইলাম ঐ মিয়া হায়াত মউতের মালিক কি তুমি? যদি এর আগে জিয়ার বউ আর তারেক মইরা যায় তাইলে কি হইব? ইহা শুনে সেই হার্ডকোর আর রাও শব্দ করে না। তাজ্জব !
এখন আওয়ামী লীগের বড় সুবিধা ভারত পক্ষে আছে চীন, রাশিয়া এবং ইউরোপ আছে । বি এন পি জামাত ক্ষমতা আসা মানে ভারতের জন্য হুমকি স্বরুপ। তারেক যে আবার দশ বিশ ট্রাক অস্ত্র ভারত পাচার করবে না কি এর গ্যারান্টি?
আর তাবলীগ জামাতের নাম করে পাকিস্তানি জংগীরা যে বাংলাদেশ হয়ে ভারতে আকাম কুকাম না করবে এর গ্যারান্টি কি? বি এন পি জামাত মানেই পাকিস্তান ! যা খুব দু:খজনক সত্য।
এ গেল এক বিষয় এখন আসি অন্য বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এ প্রায় নিশ্চিত। কতগুলি জায়গায় আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কেউ নেই। সুতরাং এরা পাস করে যাবে এমনিতেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক পত্রিকা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আওয়ামীলীগ ক্ষমতায় আসছে এককভাবে।
এখন নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে প্রথম কি কাজ করবে?
আমার ধারণা, ভারত সহ অন্যান্য রাষ্ট্রের সমর্থন আদায় এবং বাংলাদেশের সংসদে আইন পাশ করা হবে বি এন পি জামাত সন্ত্রাসী দল। এদের চিরতরে ব্যান করা হলো।
তখন আপনারা কই যাবেন? তারেক লন্ডন তাই বেঁচে যাবে হয়তো। দেশের ভিতরের আপনারা কথা কইলেই খাইবেন মাইর! যা খুব সত্য।
আচ্ছা, বি এন পি র নেতাদের একটা প্রশ্ন করছি, তারেক মিয়া তো এই শীতের রাইত বউ এর লগে ঘষাঘষি কইরা শরীর গরম করে। আপনে কার লগে করবেন? জেলের ভিতরে কয়েদির লগে? ইচ্ছে আপনার। জীবন আপনার।
সেদিন খবরে দেখলাম ট্যাংরা টিলার গ্যাস কুপের কাহানী। নাইকো নামের এক অদক্ষ কোম্পানিকে তারেক ঘুষের বিনিময়ে কাজটা দিয়েছিল।
প্রায় এক মাস সে কুপের গ্যাস পুড়েছে। তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন জবানবন্দিতে বলেছে, তারেক ঘুষ খেয়ে অদক্ষ নাইকো কে কাজ দিয়েছে। এভাবে দেশের সম্পদ শেষ করার অধিকার ওরে কে দিয়েছে? ওর বাপের দেশ? যে ছেলে মায়ের সেবা করতে পারে না সে করবে দেশ সেবা?
আচ্ছা, বি এন পির লোকজন একটা প্রশ্নের উত্তর দেন তো। ইস্কাটনে নায়িকা কেয়ার বাসায় তারেক আর গিয়াসউদ্দিন আল মামুন যে ইবাদত বন্দেগী করছে এর ফল স্বরুপ কি এই সাজা পাচ্ছেন?
বি এন পির এক নেত্রী যখন বলেন, আওয়ামী লীগের লজ্জা করে না। আমার কি যে হাসি পায় ! মানে চালনী কয় সুঁই তোর আছে ছ্যাঁদা ! আপনার লজ্জা করে না রাইফেল জিয়ার হ্যাঁ/ না ভোটের কথা মনে করে? নাকি সমস্ত লজ্জা বিসর্জন দিয়েই রাজনীতি করছেন?
বি এন পি জামাত এখন আল্লাহ আল্লাহ করেন যদি ট্রেনে কোন ভারতীয় নাগরিকের দেহ পাওয়া যায় তাইলে গেছেন ! সব শেষে প্রশ্ন থেকেই যায় আসলে খুনি কে?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




