
যেদিকে যাই খালি নির্বাচন নিয়ে প্যাঁচাল ক্যাচাল । বিরক্ত ধরে গেছে। জিয়ার হ্যাঁ/না ভোটের সময় এমন সোশ্যাল মিডিয়া আর পকেটে পকেটে মোবাইল থাকলে পাবলিক রাইফেল জিয়ারে তুদে দিত নিশ্চিত !
সেদিন দেখলাম কি রাইফেল জিয়ার কবরে যেয়ে নেতা কর্মীরা এ নির্বাচন হতে দিবে না বলে শপথ করছে। মানে বাংলা মুভির দৃশ্য !
যেসব লোকেরা এ শপথ গ্রহণ করলো আমার তো মনে হয় এরা বছরে একবার নিজের মা বাবার কবরে যায় না। যায় কি ?
এরপর সেদিন দেখলাম, বি এন পির গুলশান কার্যালয়ে ড: মঈন চিল্লাইয়া কইতাছে, " জনগন এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে " তা মিস্টার মঈন কোথায় সে জনগন ? আপনার সামনে তো শুধু দেখলাম কয়েকটা চ্যানেলের সাংবাদিক আর কেউ নাই।
এর মানে যে, আপনারা দেউলিয়া হয়ে গেছেন ইহা স্বীকার করেন তাহলে আরাম পাবেন। হতাশা দূর হয়ে যাবে।
সেদিন এক ফেসবুক পেইজে দেখলাম বি এন পির কার্যালয়ের সামনে একজন নেচে বেড়াচ্ছে। হাসমু? না, কানমু? বুঝবার পারতাছি না হালায় !
এখন সিরিয়াস কথা বলি, যদি তারেক সেদিন দশ ট্রাক অস্ত্র উলফা নামক জংগী গোষ্ঠীর কাছে পৌছাতে সক্ষম হতো তবে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কি হতো ?
ভাবছেন একবার? বি এন পির উচিত গরু জবাই দিয়ে গরীবের মাঝে বিলিয়ে দেয়া। ভারত যে এখনো তারেক কে মারে নাই সেজন্য।
আসলে বি এন পির দশা সে গল্পের মতো একজন খুব জেলাস লোক তার পড়শীর সন্তান হওয়ার খবর শুনে বলছে, বাচ্চা হইছে তো কি হইছে?বাচ্চা কথা কইতে পারব না। যখন বাচ্চা কথা কওয়া শুরু করছে তখন সে লোক বলছে বাচ্চা হাঁটতে পারবে না। হাঁটা শুরু করার পর বলছে, দৌড়াতে পারবে না। এরপর বলছে, স্কুলে যেতে পারবে না। স্কুল পাসের পর বলছে, কলেজ যেতে পারবে না। কলেজ পাসের পর বলছে, ভার্সিটি যেতে পারবে না। ভার্সিটি পাসের পর বলছে, চাকরি পাবে না চাকরি পাওয়ার পর বলছে, বেতন পাবে না। বেতন পাওয়ার পর বলছে, বিয়ে হবে না। বিয়ে হয়ে বাচ্চা হওয়ার পর সে বাচ্চা নিয়ে সেই একই কথা শুরু করছে, আরে এ বাচ্চা কিছুই করতে পারবে না। হা হা হা
এই যে বাসে ট্রেনে আগুন দিছেন। এখন আওয়ামী লীগ যদি সেসব ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দের বলে দেয়, মির্জা, রিজভী, ফারুক যেটাকে রাস্তায় দেখবি কুত্তার মতো মারবি কোন মামলা হবে না । পারবেন ঠেকাতে?
পাবলিকের মাইর খাইয়া মরার চেয়ে চুপচাপ ঘরে বসে আল্লাহ আল্লাহ করেন । ঐ মার্কিন বাপ বা আরও অন্য যেসব বাপ আছে আপনাদের উনারা হয়তো আপনাদের ত্যাজ্যপুত্র করেছেন।
আর আওয়ামী লীগ কে বলছি বেশী লাফালাফি কইরেন না সময় বদলাতে বেশী সময় লাগে না। সাবধানে কথা কইয়েন আর পা ফেলেন।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



